ক্যারিয়ার উন্নতির কিছু টিপস

লিখেছেন লিখেছেন নুরূল ইসলাম ২৪ মে, ২০১৩, ০১:১৩:০৮ রাত

ছোটবেলা থেকেই আমরা স্বপ্ন দেখি কেউ ডাক্তার, কেউ শিক্ষক, কেউ সাংবাদিক কিংবা উকিল হবো। কিন্তু বড় হওয়ার পর লেখাপড়া, মেধাশক্তি, চাকরির বাজার ও পারিপার্শ্বিক কারণে আমাদের স্বপ্ন এলোমেলো হয়ে যায়। বাস্তব পরিস্থিতির মুখোমুখি হয়েও সময়ের সঙ্গে তালমিলিয়ে আমরা নিজের জন্য যে কোন একটি সহজ ও উপযোগী কাজ বেছে নেই। কর্মজীবনে অবশ্যই আমরা সকলে কমবেশি প্রতিযোগিতার মুখোমুখি হই। এর মধ্যে পরিকল্পিত, সুষ্ঠু ও সুন্দর ব্যবস্থাপনার অভাবে আমরা নিজেকে পিছিয়ে দিই কিংবা পিছিয়ে রাখি আবার মেধা, কর্মদক্ষতা ও কৌশল প্রয়োগে যোগ্যতার প্রমাণ দিয়ে আমরা নিজেদের তৈরিও করতে পারি। কর্মজীবনে উন্নতি ও নিজেকে তৈরি করার ক্ষেত্রে কাজে আসবে এমন ধরনের কিছু বিষয় তুলে ধরা হলোÑ

* আত্মবিশ্বাসী হওয়া। যেমন কোন কাজ শুরু করার আগে থেকে মনোযোগী হওয়া এবং ব্যাপক আগ্রহ ও দৃঢ়চেতা মন নিয়ে কাজটি শুরু করা। কোনোভাবেই কাজ শুরু করার আগে ভেঙে পড়া বা হতাশ হওয়া যাবে না।

* কাজকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করুন এবং কাজকে ভালোবাসুন। আমরা কাজকে যদি চ্যালেঞ্জ হিসেবে নিতে না পারি তাহলে উন্নতির সিঁড়ির সন্ধান পাওয়াটা মুশকিল হবে।

* স্মার্ট হওয়া ভালো। কিন্তু কখনো ওভারস্মার্ট হওয়া ভালো নয়। যতটুকু স্মার্টনেসের মাধ্যমে আপনি আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে পারবেন, ঠিক ততটুকু স্মার্টনেসই আপনার জন্য যথেষ্ট।

* সহকর্মীদের কাজের প্রতি ঈর্ষান্বিত হয়ে প্রতিযোগী হোন। কিন্তু কোনোভাবেই সহকর্মীকে হিংসা করবেন না। মনে রাখবেন ঈর্ষা এবং হিংসা দুটি বিপরীত জিনিস।

* ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি সবসময় শ্রদ্ধাশীল ও বিনয়ী হোন, সহকর্মীদের প্রতি সহনশীল এবং নি¤œপদস্থ কর্মচারীদের প্রতি যত্মশীল থাকার চেষ্টা করুন। ব্যবহারের ক্ষেত্রে কখনো সীমালঙ্ঘন করা উচিত হবে না।

* অফিসের ম্যানেজমেন্টের সঙ্গে কোনো মতবিরোধ বা অভিযোগ থাকলে তা বিনয় ও ভদ্রতার সঙ্গে সমাধান করার চেষ্টা করুন। কারো বিরুদ্ধে ব্যক্তিগত কোন আক্রোশ থাকলে কখনো তা প্রকাশ করবেন না। বরং তার কাছে সবসময় নিজেকে সহজ ও সাবলিলভাবে উপস্থাপন করুন। জ্ঞানীরা যেমন বলে থাকেনÑ রেগে গেলেন তো হেরে গেলেন।

আপনার পুরো মাসের বা দৈনিক কাজগুলোকে একটি রুটিনের মধ্যে নিয়ে আসুন। সময়ের কাজ সময়ে শেষ করে ফেলুন। আজ করব কাল করব বলে কখনো কাজ ফেলে রাখবেন না। এর ফলে আপনি কর্মস্থলে অভাবনীয়ভাবে এগিয়ে যাবেন এবং অন্য সহকর্মীদের চেয়ে বসের কাছে আপনার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। কারণ কর্তৃপক্ষ আপনাকে নিয়োগ দিয়েছেন শুধু তার প্রয়োজনীয় কাজ পাওয়ার জন্যই।

* কর্মক্ষেত্রে আপনাকে যদি এমন কোনো কাজ করতে বলা হয়, যা সম্পর্কে আপনি অবগত নন কিংবা যে কাজ সম্পর্ক আপনার কোনো ধারণা নেই। তাহলে তা সরাসরি কর্তৃপক্ষকে জানান। যদি কাজটি সম্পর্কে আপনার ভালো ধারণা না থাকে তা হলে ওই কাজটি আপনি করতে গেলে হিতে বিপরীত হওয়ারই সম্ভাবনা বেশি থাকবে।

* নিজের ভুলগুলো নিজেই খুঁজে বের করার চেষ্টা করুন এবং পরে তা সংশোধন করে নিন।

* সর্বোপরি আপনি যে পেশায় রয়েছেন তা নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। কোনো কারণে যদি নিজেকে সে কাজে মানিয়ে নিতে না পারেন তাহলে সে কাজে বা সেখানে না থাকাটাই ভালো। বরং অন্য কোনো কাজ খুঁজে নিয়ে পূর্বেরটা ছেড়ে দিন। একটা কথা মনে রাখবেন কাজের প্রতি মনোযোগ বা ডেডিকেশন না থাকলে সে পেশায় কোনো দিন উন্নতি করা সম্ভব হয় না।

বিষয়: বিবিধ

২৩০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File