যে কারনে বি.এন.পি এত দূবল

লিখেছেন লিখেছেন নুরূল ইসলাম ২২ মে, ২০১৩, ১২:০২:৪৯ রাত

২০০৩ সালের শেষ দিকে(যখন বিএনপি ক্ষমতায়)চার দলীয় ঐক্যজোটের অন্যতম শরীক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএনপি নেত্রীকে কিছু মিডিয়া(বিএনপি নিয়ণ্ত্রিত)খোলার পরামশ দেন। কিন্তু বিএনপি তা করেনি।যদি ঐ সময় বিএনপি এই কাজটা করত তাহলে আজ আমরা সঠিক খবর পাওয়া থেকে বিরত থাকতাম না।কয়টা চ্যানেল/পত্রিকা সরকার বন্ধ করত?আজ যখন বিএনপি অসহায় তখন তাদেরকে সান্তনা দেয়ার মতো কেউ নেই।যা ছিল সবইতো সরকার বন্ধ করে দিয়েছে।আমরা অনেক বিষয় আন্দায করতে পারলেও বাস্তবায়ন করি না।ফলে আমাদেরকে তার দুভোগ পোহাতে হয়।প্রবাদে আছে-ভাবিয়া করিও কাজ,করিয়া ভাবিওনা।বিএনপিসহ ১৮দলীয় জোট আজ যে অস্তিত্ব সংকটে ভুগছে,তা থেকে বাংলাদেশের সাধারন জনগণ ছাড়া পরিত্রান সম্ভব নয়।সাধীনতার পরে এ রকম পরিস্থিতিতে তারা কখনোই পড়েনি। দল হিসেবে বিএনপি আওয়ামি লীগের চেয়ে অ্নেক বড়।কিন্ত আওয়ামি লীগের ভিতরে যে সামন্জস্যতা আছে,বিএনপির ভিতরে তার একটুও নেই।আজ বিএনপি সুযোগবাদী দলে পরিনত হয়েছে।তারা আজ যে কমসূচীর ঘোষনা দিচ্ছে তার বাস্তবায়ন তাদের দলীয় কমীরা না করে জামায়াত-শিবির কমীরাই বাস্তবায়ন করছে।অথচ সেই বিএনপি আজ তার শরীক দলের জন্য কিছুই করতে পারছে না।কারন তারা নিজেরাইতো অস্তিত্বসংকটে ভুগছে।১৮দলীয় জোটকে এ অবস্থায় নিয়ে আসাটা আওয়ামী সরকারের বিরাট বড় সফলতা(অবশ্য এর পিছনে ভারতের মদদ রয়েছে)।বিএনপির সব নেতাকমীরাই আজ জেলে।তারা মুমুষ্যূ অবস্থায় জীবনযাপন করছে অথচ তাদের দলের নেতা- কমী-সমথকের মধ্যে কোন অনভূতি নেই।আমি ধীক্কার জানাই ঐ সমস্ত নেতাকমীকে যারা সুযোগসন্ধানী।দল ক্ষমতায় গেলে তারা আজ যা প্রয়োগ করা জরুরী,সেদিন তারা তা প্রয়োগ করবে বলে। বলি, আপনাদের কাছে দলের চেয়ে কি নিজেদের জীবন বড়?আওয়ামী অত্যাচারে দেশ যখন অন্ধকার গহ্বরে তলিয়ে যািইছল,তম্মধ্যে ৪ই মে ২০১৩,বিএনপির মহাসমাবেশ থেকে দেশবাসী একটু আশার আলো দেখছিলো। কিন্ত বিএনপি সেদিন সমাবেশে অবস্থান না নিয়ে দেশবাসীর সব আশা-ভরসা তছনছ করে দিল।আর তার মাশুল হিসেবে দিতে হলো হাজার হাজার মুসলিমের জীবন যার জন্য আওয়ামি লীগ সরকারিই দায়ী নয়,বিএনপিও অনেকটা দায়ী।আমি আগেই বলেছি,বিএনপি একটা সুযোগসন্ধানী দল,এ হিসেবে তারা হেফাযতের সমাবেশ থেকেও সুযোগ নিতে চেয়েছিল।কিন্ত তা পারেনি।বিএনপি অবশ্য একটা কাজের ধন্যবাদ পাবার দাবি রাখে,সেটা হলো ৫ই মে রাতে বিএনপি নেত্রী যখন হেফাযতের কমীদেরকে সাহায্য করার জন্য তার দলের নেতাকমীদের আহবান জানালেন,কিন্ত কোন কমীই ঘর ছেড়ে বের হলো না।আজও আমরা সঠিক কত জন মুসলমান শহীদ হয়েছেন কিংবা এর আগেও কত জন লোক সরকারের পুলিশ বাহিনী,আওয়ামী বাহিনী দ্বারা মারা গেছেন তার সঠিক খবর পাইনি।কোন মিডিয়া তা প্রচারও করেনি ।আর যে মুহুত্যে আমরা সত্য খবর পাচ্ছিলাম,ঠিক সেই মুহুত্যে সরকার তার বিরোধী মতের(বা সরকারের মযাদা ক্ষুন্ন হয় এমন)সব মিডিয়া বন্ধ করে দিলো।আর অন্যান্য মিডিয়া বন্ধ হবার ভয়ে(শত শত সাংবাদিক বেকার হবার ভয়ে)সরকারের গুনগান গাওয়া শুরূ করলো।সঠিক সংবাদ পরিবেশন থেকে মিডিয়াকে বাচানোর জন্য তারা বিরত থাকলো।এ সমস্ত মিডিয়ার মধ্যে এমন কিছু মিডিয়া আছে যেগুলো বতমান সরকারের(আওয়ামী সরকারের)সময়েই খুলে দেওয়া হয়েছে।(যেমন:সময় টিভি,এস এ টিভি,২৪ টিভি,মাছরাঙ্গা টিভি,৭১ টিভি,দেশ টিভি,ডেইলি সান,অপরাধ কণ্ঠ,নিউ এইজ,নিউজটুডে,বাংলাদেশ প্রতিদিন,আমাদের সময়,বিডিনিউজ২৪.কম ইত্যাদি)।

বিষয়: বিবিধ

১৮৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File