সরকারের কাছে আমার কিছু দাবি

লিখেছেন লিখেছেন নুরূল ইসলাম ১৮ মে, ২০১৩, ১১:২০:২৮ রাত

সরকারের কাছে আমার কিছু দাবি আছে(সম্ভবত এগুলো সকলের দাবি)। আশা করি সরকার তার মেয়াদকালেই এই দাবিগুলো পূরণ করে আগামী নির্বাচনে অংশ নিবে।

২৮শে ফেব্রুয়ারি-২০১৩ সরকারের পোষা পুলিশ বাহিনী কর্তৃক গনহত্যার(মৃতের সংখ্যা:সাধারন জনগন ৪১,বিরোধী দলের ১৫ এবং পুলিশ ৫ জন=৭০ জন) বিচার চাই

২৫-২৬শে ফেব্রুয়ারি-২০০৯ সেনাবাহিনী হত্যাকান্ডের(মৃতের সংখ্যা:সেনা-৫৬ ও বিডিয়ার ১৫=৭১জন) বিচার চাই

৫ই মে-২০১৩ গভীর রাতে হাজার হাজার সাধারন মুসলিম হত্যাকান্ডের বিচার চাই(সরকার মৃতের সংখ্যা নির্ণয়ে বাধা প্রদান করছে্। ইতিহাসের নৃশংস হত্যাকাণ্ড এটি যা হাসিনা দিদি কর্তৃক সম্পাদিত ভারতের একটা কৌশলের প্রতিফলন যেমনটি আজ ঘটছে সিরিয়ায় রাশিয়া কর্তৃক কেীশলের প্রয়োগ এবং তার প্রতিফলন্)

সাভার ট্রাজেডি-২০১৩(মৃতের সংখ্যা-১১২৭জন যা বিশ্বের সবচেয়ে বড় শ্রমিক হত্যাকাণ্ড)এর খলনায়ক যুবলীগের যুন্ম-আহবাহকসহ এ ঘটনায় জড়িত সকল সন্ত্রাসীর বিচার চাই

তাজরীন ফ্যাশন’স (২৩শে নভেম্বর-২০১২ইং) অগ্নিকান্ডে ১২৭জন শ্রমিক হত্যার বিচার চাই

বাংলাদেশ সৃষ্টির ইতিহাসে এতগুলো হত্যাকাণ্ড কোন সরকারের মেয়াদেই ঘটেনি।

কিন্ত উপরের সবগুলো হত্যাকাণ্ডই বর্তমান সরকারের মেয়াদেই সংঘটিত হয়েছে

আপনারা আমার সাথে একমত হলে মন্তব্য করবেন আশা করি

বিষয়: বিবিধ

১১৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File