জীবনের দামে মুনাফা

লিখেছেন লিখেছেন নুরূল ইসলাম ১৭ মে, ২০১৩, ১২:০৯:৫৮ রাত

শ্রমিকের জীবন নয়, আন্তর্জাতিক ক্রেতাদের কাছে কম দামের পোশাক পাওয়াটাই মুখ্য। যার সাথে চার থেকে আটগুণ মূল্য যুক্ত করে বিক্রি করে পশ্চিমা মধ্যবিত্তদের কাছে। আর শ্রমিকের গলিত লাশের দুর্গন্ধযুক্ত মুনাফা নিশ্চিত করে উদাসীন গার্মেন্ট মালিকরা। গার্মেন্ট মালিকদের শরীর থেকে লাশের দুর্গন্ধ দূর করতে আছে বিজিএমইএ ও বিকেএমইএ। এই প্রতিষ্ঠন দুটি মুনাফালোভী ঘাতকদের রক্ষকে পরিণত হয়েছে। কাপড় বিক্রয় আর তৈরি পোশাক বিক্রয় করে আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানগুলো বিপুল অংকের মুনাফা করছে। অথচ গবেষণায় দেখা গেছে, এসব ক্রেতারা প্রতিটি পোশাকে মাত্র সাড়ে আট টাকা দাম বাড়িয়ে দিলেই দেশের গার্মেন্টসে বিশ্বমান নিশ্চিত করা সম্ভব। এদিকে পোশাক শিল্পে শ্রমিকদের নিরাপত্তার প্রশ্নে বিশ্বের নামীদামি প্রতিষ্ঠানগুলোকে চাপ দিচ্ছে আন্তর্জাতিক শ্রমঅধিকার সংস্থাগুলো।

তৈরী পোশাক কারখানাগুলোতে একের পর এক ভবন ধ্বস, অগ্নিকা-সহ নানা দুর্ঘটানায় শত শত শ্রমিকের মৃত্যুতে দেশে শ্রমিক অসন্তোষ বাড়ছে। পাশাপাশি বিদেশী ক্রেতাদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপী ইউনিয়নসহ ক্রেতাদেশগুলোর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও সোচ্চার হয়ে উঠেছে। প্রাণঘাতী এসব দুর্ঘটনার জন্য সরকারী নজরদারির অভাব এবং পোশাক শিল্প মালিকদের স্বেচ্ছাচারিতা, আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানগুলোর উদাসীনতা ও অতি মুনাফালিপ্সাকে দায়ী করছেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। শ্রমিকের বেতন ও কর্মস্থলের নিরাপত্তার গুরুত্ব¡ না দিয়ে শুধু পোশাকের প্রস্তুতমূল্য কমাতে পশ্চিমা ক্রেতাদের ক্রমাগত চাপ বৃদ্ধি বাংলাদেশে এ খাতে দুর্ঘটনা বাড়ার অন্যতম কারণ বলে মনে করছেন তারা। এছাড়া প্রতিযোগিতায় টিকে থাকার জন্য শ্রমের মানদন্ড বজায় রাখার ক্ষেত্রে কার্পণ্য করেন। এর কারণ বাড়তি আমদানি শুল্ক। সরবরাহকারীদের খরচ কমানোর চাপ শেষ পর্যন্ত গিয়ে পড়ে শ্রমিকদের ওপর। তাদের অভিমত, শতভাগ মুনাফা নিশ্চিত করতে শিল্প মালিকদের সংগঠনগুলো সক্রিয় রয়েছে। কিন্তু শ্রমিক স্বার্থ রক্ষা বা কারখানার উন্নত শ্রম পরিবেশের নিশ্চিত করতে মালিক সংগঠনগুলোর রয়েছে অবহেলা। শ্রমবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুুতকৃত পোশাকের মূল্যবৃদ্ধি ও শুল্কহার কমানোর জন্য আন্তর্জাতিক ক্রেতাগোষ্ঠীর উপর চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক মহলগুলোর সাথে দৃশ্যমান কোন জোর দেনদরবার নেই মালিক সংগঠনগুলোর।

বিষয়: বিবিধ

১৩১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File