গল্পের শুরু আছে শেষ নেই...

লিখেছেন লিখেছেন স্বাধীনতার গল্প ০২ জুন, ২০১৩, ০৮:১০:৫৩ সকাল

আমার ১ম গল্পের পরবর্তী অংশ।

তো সেদিন সেই আত্নীয়ের বাড়িতে যাওয়ার জন্য মনস্থির করেছি। না গেলেও তারা প্রচন্ড মনোকষ্ট পাবেন। কারন নতুন আত্নীয়তো আবার এই প্রথম তাদের বাড়িতে দাওয়াত দিয়েছে। এবং আমার প্রথম যাওয়া হবে ঐ আত্মীয়ের বাড়িতে। ও দিকে আবার যাওয়ার ইচ্চা থাকলে কি হবে এমন একজন অফিসারের অধীনে চাকুরি করি যে নিজের স্বাধীনতা বলতে কিছুই নেই। যেন একটা জেলখানা। সকাল ৯ টায় অফিসে ঢুকি আর বের হওয়ার নির্দিষ্ট সময় নেই । কোন দিন রাত ১০ টা কোন কোন দিন রাত ১২ টা ও বাসায় ফিরতে হয়। এর থেকে অটোড্রাইভার হওয়াও ভাল। স্বাধীনতা আছে তাতে। এমন একজন অফিসার পাওয়া খুবই সৌভাগ্যের ব্যাপার। যাই হোক অনেক জোরাজুরি, অনেক অনুনয় বিনয় করে ঘন্টা দুয়েক ছুটি পাওয়া গেল দাওয়াত খাওয়ার জন্য। কি অফিসার রে বাবা । ছুটি তো দিলো ঠিকই তবে একটা অত্যন্ত সহজ শর্ত দিয়ে, তা হলো আগামী শুক্রবার সকাল ৯ টা থেকে অফিস করতে হবে। সুন্দর শর্ত যা আমার জন্য সবচেয়ে কষ্টের বিষয়। কারন প্রতিদিন ১৪/১৫ ঘন্টা অফিস করে আবার শুক্রবারটাও দিলো আটকিয়ে। তো কি আর করা দাওয়াত তো আর মিস করার উপায় নাই। ১টা ২৫ মিনিটে অফিস থেকে বের হলাম। অফিসের কাছেই মসজিদ। ভাবলাম নামাজ পড়েই দাওয়াতের উদ্দেশ্যে রওনা হব। পরনে আমার শুশুরের দেওয়া কোর্ট প্যান্ট আর নতুন চকচকে বাটার দামি জুতো। জামাতের আর সময় নেই। তাই তারাতাড়ি মুজাটি জুতার মধ্যে রেখে মজজিদের জুতা রাখার বক্সে রেখে দিলাম। কারন অজু করতে হবে। অজু করে নামাজে দাড়িয়ে গেলাম। নামাজ শেষ করে বের হব। জুতার বাক্সের কাছে গিয়ে দেখি জুতা নেই....। দাওয়াত খাওয়া আমার এখানেই শেষ। তবে গল্পের এখানেই শেষ নয় আগামী পর্বে আবার বাকী অংশ লিখব এই প্রত্যাশায় .....

বিষয়: বিবিধ

১২৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File