শালিস মানি কিন্তু তাল গাছটা আমার
লিখেছেন লিখেছেন রায়হান আহমেদ ১৭ মে, ২০১৩, ০৩:৫২:২০ দুপুর
২০০৮ সালের কুখ্যাত ফ উদ্দিন ম উদ্দিন এর অবৈধ সরকারের অধীনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী সরকার ৫ বৎসরের জন্য দেশ শাসনের ম্যান্ডেট লাভ করে। হাসিনা সরকারের আমল প্রায় শেষ। জাতি নুতন একটি সংসদ নির্বাচনের জন্য যখন প্রস্তুতি গ্রহনের কথা সেখানে হাসিনা সরকারের এক গুয়েমী এবং নুতন করে বাকশালী শাসন জাতির উপর চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রে জাতি আজ শংকিত। আওয়ামী সরকার গণতন্ত্রের লেবাসে মোড়া স্বৈর শাসকের ভূমিকায় জাতির উপর চরম গজব হিসাবে নাজিল হয়েছে। গণতন্ত্রের ধ্বজাধারী এই বাকশালী আওয়ামী সরকারের সমস্ত কর্মকান্ডই ঘৃন্য স্বৈর শাসকের চাইতেও ঘৃন্যতর। ক্ষমতা হাতে পেয়েই এই সরকার প্রথমেই বুঝতে পেরেছিল তার প্রশ্নবিদ্ধ ক্ষমতারোহণ ও কলংকিত শাসনামলে কুশাসনের কারণে নিরপেক্ষ নির্বাচন হলে পরবর্তীতে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নাই। তাই ষড়যন্ত্র করে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আদালতের ঘাড়ে বন্দুক রেখে কেয়ার টেকার সরকার বাতিলের মত ঘৃন্য কাজটি করে। যদিও ঐ রায়ে আরও দুই টার্ম কেয়ার টেকা%A
বিষয়:
১২২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন