আঙ্গুল যখন নিজের পাছায় !!

লিখেছেন লিখেছেন মাহমুদুল হক মিদুল ০৭ জুলাই, ২০১৪, ০৯:০০:৫৫ রাত

আসুন আপনাদের একটা গল্প শোনাই ।

দুই জন বন্ধু ,তাদের মুখের মিল এতটাই গভীর

যে কেউ বুঝতেই পারবে না এদের গভীর একজন

কুটনা আছে ।একে অপরকে ভালই

শ্রদ্ধা করে ,ভালবাসে !তবে সেটা সামনাসামনিই

হয় ।আড়ালে ঐ কুটনা বন্ধুটির অন্তর একদম

সায়ানাইড এসিডে ভরা ।পারলে অপর

জনকে আড়ালে মেরে ফেলারও চেষ্টা করে ।তার

অবশ্য সমস্ত ষড়যন্ত্রই ব্যর্থ হয় ।এমন

কি স্বপ্নেও অপর বন্ধুটার খারাপ

আশা করতো সে ।তো একদিন হল কি , ঐ

কুটনা বন্ধুটা ঘুমিয়েছে ,ঘুমের মধ্য

সে একটা বিরাট স্বপ্ন দেখতেছে যে ,সে তার

অপর বন্ধুটির পাছায় আঙ্গুল ঢুকিয়েছে ।

সে তো ঘুমের মধ্য মহাখুশি ।কিন্তু ঘুম

থেকে উঠে সে যেটা আবিষ্কার করলো ,তার জন্য

সে মোটেও প্রস্তুত ছিল না ।

সে যেটা দেখালো যে আঙ্গুলটা তার বন্ধুর

পাছায় নয় ,নিজের পাছায় ঢুকিয়েছে ।

যাই হোক গল্পটা বলা আসলে এখানে মুল

উদ্দেশ্য নয় ।এর ভার্বথটাই মুল ।

আসলে আমরা বাঙ্গালীরা অন্যের পাছায়

আঙ্গুল দিতে গিয়ে ,নিজের পাছায় দিয়ে ফেলি ।

ঠিক ধরেছেন , প্রসঙ্গ টা আসলে "সাকিব আল

হাসান "কে নিয়েই ।

এতে করে কার কি ভাল হলো বলবো না ।মানুষ

হিসেবে সাকিব অবশ্যই বির্তকের উর্ধ্বে নয় ।

মূল ক্ষতি কিন্তু আমাদের হলো ,আমাদের

ক্রিকেটের হলো ।

BCB -এই প্রতিষ্ঠানটা কয়েক বছর

ধরে যেভাবে স্বেচ্ছাচারিতা দেখাচ্ছে তাতে করে (বা**

ছিড়া বোর্ড) এ পরিণত হওয়া সময়ের ব্যাপার

মাত্র।

আমি ব্যক্তিগতভাবে এই BCB (বা**

ছিড়া বোর্ড) এর ষড়যন্ত্রমূলক

সিদ্ধান্তকে ধিক্কার জানাই ।

(প্লিজ কেউ এখানে শিশির কে জড়াবেন না )

ধন্যবাদ ।

বিষয়: বিবিধ

১৪৩১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

242682
০৭ জুলাই ২০১৪ রাত ১০:০১
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
242709
০৭ জুলাই ২০১৪ রাত ১১:৪৮
মাহমুদুল হক মিদুল লিখেছেন : ধন্যবাদ :-)

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File