কয়লা কালো শিক্ষা নিয়ে ,আমরা করি ভিক্ষা

লিখেছেন লিখেছেন মাহমুদুল হক মিদুল ০৪ জুলাই, ২০১৪, ১১:২০:০৪ সকাল

আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা ই এরকম ।

যত পড়াশুনাই করুন না কেন শেষ পর্যন্ত

আপনাকে চাপরাশিই হতে হবে ।

আসলে শিক্ষা নিয়ে কথা বলা ঠিক

হচ্ছে কিনা আমার মত মূর্খের ।তবুও

না বলে থাকতে পারছি কই !

মাননীয় শিক্ষামন্ত্রী ,

আপনার আসলে মানুষ আর সবাই মানুষের

মধ্যেই পড়ে না ।কি ভাবেন নিজেকে ।

শিক্ষামন্ত্রী হয়েছেন জন্য কি ,আপনার

আপাদমস্তক শিক্ষা থাকবে ?আসলে আপদের

মত নামধারী শিক্ষিত সমাজের এই একটাই

সমস্যা ,নিজেকে উচ্চশিক্ষিত ভেবে বসা ?

আপনি গত ০২/০৭/২০১৪ http://www.prothom-alo.com/education/article/256789/পাবলিক_পরীক্ষার_সময়সূচিতে_থাকছে_না_ফাঁকা

এই ঘোষণাটা দিলেন ,তাতে আসলে সমস্যা কমবে না বাড়বে !

কেন জানেন ,আসলে যারা পরীক্ষার্থী তারা এই

বন্ধের কয় দিনই পড়ে পরিক্ষা হলে যায় !

আপনি হয়তো যুক্তি দিবেন যে ,সারা বছর

কি তাহলে ঘাস কাটে ?ঠিক

তাই ,কেননা একটা দিন শুরু হয় তাদের নির্মম

যন্ত্রনা দিয়ে ।সকালে চোখ

ডলতে ডলতে স্কুল ,একটানা বিকাল ৩

টা পর্যন্ত ,তারপর রাত ৯ টা পর্যন্ত

টানা প্রাইভেট নামক যন্ত্রনা ।আসলে এই সময়

কোন পড়াটা তৈরি করবে ,স্কুল

নাকি প্রাইভেটা ?

আসলে কি জানেন ,কোন

কয়লা মন্ত্রীকে যদি শিক্ষা মন্ত্রী করা হয়

তবে তিনিই ওই কয়লাই

ঝাড়বেন ,বইখাতা ঝাড়ার সময় কই পাবেন ।

আমার তো মনে হয় ,স্বয়ং শিক্ষামন্ত্রী ই এই

প্রশ্নফাঁসের সাথে জড়িত !তা না হলে কেন

তিনি এই চক্রকে বারবার ছাড় দিচ্ছেন ।সামান্য

একটা চক্রের কাছে তিনি কেন দেশের হাজার

হাজার ছেলেমেয়ের স্বপ্ন বিকিয়ে দিচ্ছেন ?এই

অধিকার জনগন আপদের দেন ।বিষয়টা এ রকম

হয়ে গেছে মাথা যেহেতু

ব্যাথা করতেছে তো ,মাথাটা কেটে ফেল্লেই

সমস্ত সমস্যা চুকে গেল !

আপনার এ সিদ্ধান্ত প্রশ্ন

ফাঁসে আরো গতি যোগাবে !কেননা বন্ধই যখন

নেই তখন তো প্রশ্নফাঁসই একমাত্র সমাধান !

এরকমই টাইপের ধারণা হবে ।

আমি জানি আপনি আমার মত মূর্খ শুক্য মানুষ

নন ,অনেক শিক্ষিত এবং জ্ঞানপাপী !

তো এই বিষয়ে অবশ্যই মূর্খের মত সিদ্ধান

নিবেন না ?

বিষয়: বিবিধ

১৪২৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

241581
০৪ জুলাই ২০১৪ দুপুর ১২:৪২
নিউজ ওয়াচ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
241585
০৪ জুলাই ২০১৪ দুপুর ১২:৫১
মাহমুদুল হক মিদুল লিখেছেন : ধন্যবাদ
241609
০৪ জুলাই ২০১৪ দুপুর ০২:৩৬
আল সাঈদ লিখেছেন : ভালো লাগলো
241645
০৪ জুলাই ২০১৪ বিকাল ০৪:৪১
মাহমুদুল হক মিদুল লিখেছেন : ধন্যবাদ
241676
০৪ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:০১
নূর আল আমিন লিখেছেন : কি আর বলবো নোংরা শিক্ষা ব্যাবস্থাকে
241684
০৪ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:১৭

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File