এবং রক্তদান

লিখেছেন লিখেছেন মাহমুদুল হক মিদুল ২৫ এপ্রিল, ২০১৪, ০২:২৮:২৩ দুপুর

::::: ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস ::::

--------------- --------------- -

অনেকেই তাদের আত্মীয়ের জন্য ব্লাড চান । অনেক সময় একদম শেষ সময়ে এসে জানান। তাদের বলছি, প্লিজ আপনারা চেষ্টা করবেন হাতে সময় থাকতেই প্রথমে নিজেদের ভিতর ব্লাড খুঁজতে। একজন গর্ভবতী মায়ের জন্য আপনারা হাতে পান ৯ মাস । এর

মধ্যে নিজেদের ভিতর দুই/তিন জন ডোনার তৈরি করে রাখুন প্লিজ। সিজারের সময় তাহলে পাগলের মত ব্লাড খুঁজতে হবে না । আচমকা ব্লাড প্রয়োজন হলে সেটা ভিন্ন । আর ব্লাড চাইলে অবশ্যই নিচের বিষয়গুলো উল্লেখ করবেন -

১/ কত ব্যাগ ব্লাড লাগবে

২/ কত সময়ের মধ্যে

৩/রুগির সমস্যা

৪/ কোন হাসপাতালে ভর্তি

৫/কেবিন /ওয়ার্ড নং

৬/ রুগীর নিকট আত্মীয় যিনি রুগীর সম্পর্কে সঠিক তথ্য দিতে পারবে তার পরিচয় সহ মোবাইল নং ।

উল্লেখিত বিষয়গুলো অবশ্যই জানাবেন। বারবার জিজ্ঞেস করলেও কেউ কেউ আছেন বিরক্ত প্রকাশ করেন । বলেন ,আপনারা ফোন দিয়ে জেনে নিন ।আপনাদের বুঝতে হবে যারা ব্লাড সংগ্রহের কাজ করেন তারা এমন অনেক রিকুয়েস্ট পান । তাদের পক্ষে জনে জনে ফোন দিয়ে এসব তথ্য জানা সম্ভব নয় । তারা ব্লাড সংগ্রহের জন্য কোন বেতন পান না । বরং আপনার ব্লাড লাগলে নিজ খরচে ডোনার এর সাথে যোগাযোগ করে ব্লাড দেবার ব্যবস্থা করেন ।

নিজেরা পকেটের টাকা খরচ করে ডোনার এর সাথে যাবার চেষ্টা করেন । একজন ডোনার কোন প্রকার আর্থিক বিনিময় ছাড়া রুগীকে রক্তদান করেন । নিজের খরচে হাসপাতাল পর্যন্ত যান । আপনারা শুধু রুগী সম্পর্কে সঠিক তথ্য দেবেন । আর ডোনার ম্যানেজ হলে কষ্ট করে জানাবেন আমাদের । এটা ভুল করবেন না প্লিজ । এটুকু সম্মান একজন ডোনার কে দেবেন প্লিজ । আর কেউ রক্ত দেবার

বিনিময়ে টাকা চাইলে সাথে সাথে উপযুক্ত প্রমাণ সহ জানান আমাদের ।

রক্তদানের উপকারিতাঃ-

১. রক্তদান স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। কেননা রক্তদান করার

সঙ্গে সঙ্গে আপনার শরীরের মধ্যে অবস্থিত ‘বোন ম্যারো’ নতুন

কণিকা তৈরির জন্য উদ্দীপ্ত হয়। রক্তদানের ২ সপ্তাহের মধ্যে নতুন

রক্তকণিকা জন্ম হয়ে ঘাটতি পূরণ হয়ে যায়। আর বছরে ৩ বার রক্তদান আপনার শরীরে লোহিত কণিকাগুলোর প্রাণবন্ততা বাড়িয়ে তোলে ও নতুন কণিকা তৈরির হার বাড়িয়ে দেয়।

২. নিয়মিত রক্তদানকারীর হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কম অনেকটাই

৩. নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে বিনা খরচে জানা যায়

নিজের শরীরে বড় কোনো রোগ আছে কিনা। যেমন : হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, সিফিলিস,এইচআইভি (এইডস) ইত্যাদি।

৪. সম্প্রতি ইংল্যান্ডের এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত স্বেচ্ছায়

রক্তদানকারী জটিল বা দুরারোগ্য রোগ-ব্যাধি থেকে মুক্ত থাকেন

অনেকাংশে। যেমন, নিয়মিত রক্তদান ক্যান্সার প্রতিরোধে সহায়ক।

৫. রক্তে কোলেসটোরলের উপস্থিতি কমাতে সাহায্য করে নিয়মিত রক্তদান।

৬. মুমূর্ষু মানুষকে রক্তদান করে আপনি পাচ্ছেন মানসিক তৃপ্তি।

কারণ, এত বড় দান যা আর কোনোভাবেই সম্ভব নয়।

৭. রক্তদান ধর্মীয় দিক থেকে অত্যন্ত পুণ্যের বা সওয়াবের কাজ। একজন মানুষের জীবন বাঁচানো সমগ্র মানব জাতির জীবন বাঁচানোর মতো মহান কাজ। আমাদের সকলের ধর্মই আমাদের এই শিক্ষা দিয়ে থাকে।

৮. রক্তদানে আপনার নিজের অর্থ সাশ্রয়-ও হয়। রক্তদান কেন্দ্রের

মাধ্যমে রক্ত দিলে পাঁচটি পরীক্ষা সম্পূর্ণ বিনা খরচে করে দেয়া হয়

যা বাইরে করলে খরচ লাগবে প্রায় তিন হাজার টাকার মতো।

সেগুলো হলো-

এইচআইভি/এইডস, হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, ম্যালেরিয়া ও সিফিলিস। তাছাড়া রক্তের গ্রুপও নির্ণয় করা হয়।

৯. নিয়মিত রক্তদান Hemochromatosis প্রতিরোধ করে।

শরীরে অতিরিক্ত আয়রনের উপস্থিতিকে Hemochromatosis

বলে।

১০. স্থূল দেহী মানুষদের ক্ষেত্রেও রক্তদান অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে ওজন কমাতে।

রক্ত পরিসঞ্চালন সতর্কতা ও করণীয়ঃ

হাত, পা অথবা চোখ ছাড়া বেঁচে থাকা সম্ভব হলেও, রক্ত ছাড়া বাঁচার কথা কল্পনাও করা যায় না। মানবদেহে রক্ত তাইঅপরিহার্য।

দেহের কোষে কোষে অক্সিজেন এবং পুষ্টি উপাদান পৌঁছে দেয়া,

কার্বন-ডাই অক্সাইড ও অন্যান্য বর্জ্য ফিরিয়ে আনা, হরমোন, লবণ ও ভিটামিন পরিবহন, রোগ প্রতিরোধ, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ—সবকিছুতেই রক্তের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই কারও দেহে রক্তের অভাব ঘটলে তা প্রতিস্থাপন করার প্রয়োজন হয়। এক্ষেত্রে অন্যের রক্ত শিরার মাধ্যমে রোগীর দেহে প্রবেশ করানো তথা রক্ত পরিসঞ্চালন হয়ে ওঠে অন্যতম উপায়। যে কারণে রক্ত সঞ্চালনের প্রয়োজন পড়ে রক্ত পরিসঞ্চালনের মাধ্যমে প্রয়োজনভেদে রোগীর

শরীরে সম্পূর্ণ রক্ত বা রক্তের কোনো উপাদান যেমন লোহিত কণিকা, অণুচক্রিকা বা রক্ত রস দেয়া হয়। —যে কোনো কারণে অল্প সময়ে অতিরিক্ত রক্তক্ষরণ হলে সাধারণত সম্পূর্ণ রক্ত (whole blood) দেয়া হয়

—যেমন দুর্ঘটনা, রক্ত বমি, পায়খানার সঙ্গে রক্তপাত, প্রসাবকালীন রক্ত ক্ষরণ ইত্যাদি।

—জটিল বা বড় ধরনের শল্য চিকিত্সার সময়ও সম্পূর্ণ রক্তের প্রয়োজন হয়।

—বিভিন্ন রকমের অ্যানিমিয়া বা রক্তস্বল্পতায় সাধারণত লোহিত কণিকা (Packed RBC) দেয়া হয়, যেমন

— থ্যালাসেমিয়াসহ অন্যান্য হিমোলাইটিক অ্যানিমিয়া, আয়রনের অভাবজনিত রক্তাস্বল্পতা, হুকওয়ার্মের কারণে অ্যানিমিয়া ইত্যাদি। অবশ্য আমাদের দেশে খরচের কথা বিবেচনা করে এসব রোগীকেও

সম্পূর্ণ রক্ত দেয়া হয়।

—এছড়া হেমোরেজিক ডেঙ্গুজ্বর, ইত্যাদি রোগে প্লাটিলেট বা অণুচক্রিকা দেয়া হয়।

—রক্তরস দেয়া হয় হিমোফিলিয়া ও অন্যান্য কোয়াগুলেশন ডিজঅর্ডারে এবং আগুনে পোড়া রোগীকে। রক্ত পরিসঞ্চালন করলে কী জটিলতা হয় জীবন রক্ষার অন্যতম উপায় এই রক্ত পরিসঞ্চালন আবার কখনও কখনও তৈরি করতে পারে জটিলতা।

—রক্তবাহিত রোগের সংক্রমণ আমাদের দেশে এখনও একটি প্রধান সমস্যা। হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইডসসহ বিভিন্ন প্রাণঘাতী জীবাণু সহজেই রক্তের মাধ্যমে রক্তগ্রহীতার দেহে প্রবেশ করতে পারে। এ পরিস্থিতির মূল কারণ রক্ত পরিসঞ্চালনের আগে রক্তটি জীবাণুমুক্ত কি- না তা যথাযথভাবে পরীক্ষা না করা। অনুমোদনবিহীন ব্লাড ব্যাংকগুলোতেই এসব রক্ত বিক্রি করা হয়। আর তা আসে মূলত নেশাসক্ত পেশাদার রক্ত দানকারীদের থেকে। এছাড়া মেয়াদোত্তীর্ণ রক্ত বা ভেজাল রক্ত

— এসব ব্লাডব্যাংক থেকেই আসে।

—ভুলক্রমে এক গ্রুপের রক্ত অন্য গ্রুপের রোগীকে দিলে রক্ত হয়ে উঠতে পারে প্রাণঘাতী। এ ধরনের ঘটনা কম হলেও একেবারেই হয় না তা নয়। এসব ক্ষেত্রে রক্ত সংগ্রহকারী ও পরীক্ষাকারী ব্লাডব্যাংক, চিকিত্সক অথবা নার্স

—যে কারও ভুল বা অসতর্কতাই দায়ী। রোগী সাধারণত

বুকে-পিঠে ব্যথা ও শ্বাসকষ্টের অভিযোগ করে থাকে। চিকিত্সক দ্রুত ব্যবস্থা নিলে পরবর্তী জটিলতা থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়।

—এছাড়া যে কোনো পরিসঞ্চালনেই কাঁপুনি ও জ্বর আসা এবং অ্যালার্জি জাতীয় ছোটখাটো সমস্যা হতে পারে। —যাদের কিছুদিন পরপর রক্ত নিতে হয় তাদের দেহে লৌহের আধিক্যসহ অন্যান্য সমস্যা হতে পারে। —অনেক সময় অধিক রক্ত দ্রুত প্রবেশ করলে বৃদ্ধ অথবা হৃদরোগীর হার্ট ফেইলিউর জাতীয় সমস্যা হতে পারে।

অবশ্য রোগী বা তার আত্মীয়স্বজন সবচেয়ে বড় সমস্যায় পড়েন রক্ত পরিসঞ্চালনের আগেই, যখন দেয়ার জন্য রক্ত খুঁজতে থাকেন। পাড়ায় পাড়ায় ব্যাঙের ছাতার মতো অবৈধ ব্লাডব্যাংক গড়ে উঠলেও নিরাপদ রক্ত এখনও দুর্লভ। বিশেষ করে জরুরি মুহূর্তে রক্ত প্রয়োজন হলে তা হয়ে ওঠে সোনার হরিণ। এছাড়া যাদের ঘন ঘন রক্ত নিতে হয় তাদের বেশিরভাগ সময় যায় রক্তের খোঁজে। দুর্লভ গ্রুপের রক্ত হলে তো কথাই নেই। রক্ত যে কারোরই যে কোনো সময় প্রয়োজন হতে পারে, এ কথা মনে রেখে আমরা যদি এখনই প্রস্তুতি নিয়ে রাখি তবে রক্ত পরিসঞ্চালনের সমস্যা থেকে বেঁচে থাকা সম্ভব। আমাদের যেসব উদ্যোগ নিতে হবে তা হলো—

—নিজের এবং আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবদের রক্তের গ্রুপ জেনে রাখা। —নিকটস্থ ব্লাডব্যাংকের ঠিকানা ও ফোন নম্বর জেনে রাখা।

—শুধু নিবন্ধনকৃত ব্লাডব্যাংকে রক্ত দান ও গ্রহণ করা। —পেশাদার রক্তদাতার রক্ত ক্রয় না করা। —নিজে নিয়মিত রক্ত দান করা ও

সবাইকে উদ্বুদ্ধ করা। —রক্তবাহিত রোগে সংক্রমিত হলে রক্ত দান না করা। রক্ত নেয়ার আগে সতর্কতা —রক্ত নেয়ার আগে প্রয়োজন রক্তের গ্রুপ ঠিক আছে কি-না দেখে নেয়া। —অপরিচিত পেশাদার রক্তদাতার রক্ত না নেয়া। পেশাদার রক্তদাতারা অনেকেই মাদকাসক্ত, দেহে দেহে বহন করে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি ও এইডসসহ বিভিন্ন প্রাণঘাতী জীবাণু ও সংক্রামক ব্যাধির জীবাণু। —সবচেয়ে ভালো নিজস্ব আত্মীয়, বন্ধু বান্ধব বা পরিচিত সুস্থ-সবল লোকের রক্ত নেয়া। —স্ক্রিনিং টেস্টের মাধ্যামে রক্তদাতার ঐনংঅম, ঐঈঠ, ঐওঠ ইত্যাদি পরীক্ষা করতে হবে। মনে রাখা প্রয়োজন, রক্তের অভাব এবং অনিরাপদ রক্ত দুটোই জীবনের জন্য সমান হুমকি। তাই রক্তের বিকল্প শুধু রক্ত নয় বরং ‘নিরাপদ রক্ত’।

জেনে রাখুন —যে কোনো সুস্থ সাবালক ব্যক্তি রক্ত দান করতে পারেন। তবে ওজন হতে হবে কমপক্ষে ৫০ কেজি বা ১১০ পাউন্ড। —একবার সম্পূর্ণ রক্তদানের দুই মাস পর আবার রক্ত দান করা সম্ভব। —উচ্চ রক্তচাপ থাকলে অথবা কোনো ওষুধ সেবনকালীন রক্ত দান করার আগে চিকিত্সকের পরামর্শ নিন। —গর্ভাবস্থায় রক্ত দান করা যাবে না। —যথাযথ নিয়ম মেনে জীবাণুমুক্ত উপায়ে রক্তদান করলে রক্তদাতার কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই। —রক্তদানের পর ১০ মিনিট বিশ্রাম নিতে হবে এবং পরবর্তী ৪ ঘণ্টা পর প্রচুর পানীয় গ্রহণ করতে হবে। কমপক্ষে ৩০ মিনিট ধূমপান থেকে বিরত থাকা উচিত। —রক্তদানের পরপরই শ্রমসাধ্য বা ঝুঁকিপূর্ণ কাজ করা থেকে বিরত থাকা উচিত। —সম্পূর্ণ রক্ত অথবা লোহিতকণিকা (Packed RBC) সাধারণত ১ থেকে ৬ ডিগ্রি সে তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। ব্যবহৃত এন্টি কোয়াগুল্যান্ট ও প্রিজারভেটিভের ওপর নির্ভর করে তা ২১ থেকে ৪২ দিন ভালো থাকে। —সাধারণত ৪ ইউনিট রক্ত থেকে ১ ইউনিট প্লাটিলেট পাওয়া যায়। যথাযথ প্রক্রিয়ায় রাখলে তা ৫ দিন ভালো থাকে। —ফ্রেশ ফ্রোজেন প্লাজমা- ১৮ ডি.সে. তাপমাত্রায় ১ বছর ভালো থাকে। —সম্পূর্ণ রক্ত দিতে সাধারণত ২ থেকে ৪ ঘণ্টা সময় প্রয়োজন হয়। প্লাটিলেট দিতে কম সময় লাগে। —রক্ত গ্রহণ অবস্থায় খাওয়া-দাওয়া করতে কোনো সমস্যা নেই। এমনকি নার্সের সহায়তা নিয়ে বাথরুমেও যাওয়া যাবে। —রক্ত দেয়া অবস্থায় সামান্য জ্বর বা অ্যালার্জি দেখা দিলে ভয়ের কিছু নেই। প্রয়োজনে ডাক্তারের পরামর্শে এন্টিহিস্টামিন বা স্টেরয়েড জাতীয় ওষুধ দিলেই চলবে। —রক্ত দেয়ার আগে এবং রক্ত চলাকালীন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হলে রক্তের গ্রুপ, ব্যাগের নম্বর, রোগীর নম্বর, নাম ইত্যাদি পরীক্ষা করে দেখতে হবে। উপসংহারে বলা যায়, রক্ত পরিসঞ্চালন অবশ্যই নিরাপদ হতে হবে। তা না হলে মানুষের জীবন রক্ষার পরিবর্তে অনিরাপদ রক্ত সঞ্চালনে জীবন ঝুঁকির মধ্যে পড়বে। এর জন্য আইনানুগ ব্যবস্থা কার্যকর করা অত্যন্ত জরুরি। এর মাধ্যমে রক্তবাহিত রোগগুলো প্রতিরোধ ও সুস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব। যারা কখনোই রক্ত দিতে পারবে না —এইচআইভি পজেটিভ রোগীরা। —সিরিঞ্জের মাধ্যমে মাদক নিলে। —ক্যানসার, হৃদরোগ, বাতজ্বও, সিফিলিস (যৌন রোগ), কুষ্ঠ বা শ্বেতী রোগীরা। —রক্তজনিত রোগীরা।

ব্লাড ব্যাংক:

১. সন্ধানী- ফোন: ৮৬২১৬৫৮,ফ্যা.: ৮৬২১৬৫৮

২. সন্ধানী (ঢাকা মেডিক্যাল কলেজ শাখা)- ফোন: ৯৬৬৮৬৯০, ৮৬১৬৭৪৪, ৯৬৬৩৪২৯ ফ্যা.: ৯৬৬৮৬৯০, ৮৬১৬৭৪৪,

৯৬৬৩৪২৯

৩. সন্ধানী (ঢাকা ডেন্টাল কলেজ শাখা)-ফোন: ৮০১৭১৪৬, ৯০০২০৩৫ ফ্যা.: ৮০১৭১৪৬, ৯০০২০৩৫

৪. রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টার-ফোন: ৯১১৬৫৬৩, ৮১২১৪৯৭

ফ্যা.: ৯১১৬৫৬৩, ৮১২১৪৯৭

৫. সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ব্লাডব্যাংক- ফোন: ৭৩১৯১২৩, ফ্যাক্স: ৭৩১৯১২৩

৬. ইসলামী ব্যাংক হাসপাতাল- ফোন: ৮৩১৭০৯০, ৮৩২১৪৯৫

ফ্যাক্স: ৮৩১৭০৯০, ৮৩২১৪৯৫

৭. মুক্তি ব্লাড এন্ড প্যাথলজি- ফোন: ৮৬২৪২৪৯, ফ্যাক্স: ৮৬২৪২৪৯

৮.বরিশাল প্যাথলজি ব্লাড ব্যাংক-৯১২৮৬৮৯

৯. ক্রিসেন্ট ব্লাড ব্যাংক-৮১১৭৩৫৬

১০. ঢাকা ব্লাড ব্যাংক- ৬০৮৫৭২

১১. ডিএমসি ব্লাড ব্যাংক-৫০৫০২৬-২৯

১২. ডায়াগনষ্টিক ব্লাড ব্যাংক-৮১১৫৯৪৪

১৩. ডুনার লাইফ সেভ ব্লাড ব্যাংক-৭৩০০০৪৮

১৪. ল্যাব কেয়ার ব্লাড ব্যাংক-৮৬২৭৮৮৫

১৫. মেডিফেয়ার ব্লাড ব্যাংক-৯৬৬২৭৬২

১৬. মুক্তি ব্লাড ব্যাংক- ৮৬২৪২৪৯

১৭. রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংক-৯১১৬৫৬৩, ৮১২১৪৯৭

১৮. সন্ধানী আই ব্যাংক- ৮৬১৪০৪০

১৯. সলিমুল্লাহ মেডিকেল ব্লাড ব্যাংক- ৭৩১৯১২৩, ৭৩১৯০০২-৫

২০. সন্ধানী মেডিকেল ব্লাডব্যাংক-৯৬৬৮৬৯০, ৮৬২৪০৪০, ৮৬৬৩৪২৯

২১. সন্ধানী ব্লাড ব্যাংক(ডেন্টাল)-৮০১৭১৪৬

বাঁধন ব্লাড ব্যাংক

১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি,এস,সি’তে সর্ব প্রথম বাঁধন ব্লাড ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়। এর পুরো নাম বাঁধন বা লায়াস

বাংলাদেশ।

ঠিকানা

বাঁধন, টি.এস.সি (নিচতলা), (জোনাল অফিস), ঢাকা বিশ্ববিদ্যালয়।

ফোন- ০২-৮৬২৯০৪২ ( সকাল ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত)।

বিষয়: বিবিধ

১৫৫৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

213134
২৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২২
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : অত্যন্ত কার্যকরি একটা পোষ্ট অত্যন্ত যত্মে তুলে রাখা হলো।
213222
২৫ এপ্রিল ২০১৪ রাত ০৯:৪৩
মাহমুদুল হক মিদুল লিখেছেন : ধন্যবাদ
213298
২৬ এপ্রিল ২০১৪ রাত ০১:১৭
মাটিরলাঠি লিখেছেন : খুবই দরকারী একটি পোস্ট। অনেক অনেক ধন্যবাদ।

213471
২৬ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৫৪
মাহমুদুল হক মিদুল লিখেছেন : আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File