নচি' দা নামা

লিখেছেন লিখেছেন মাহমুদুল হক মিদুল ২৪ এপ্রিল, ২০১৪, ০৮:২০:৪৮ রাত

গত দশকে বাংলা গানের ক্ষেত্রে নচিকেতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ

নাম। সেই নব্বই এর দশক (১৯৯৩) এ শুরু। আজ অবধি (২১ বছর ধরে) টপ চার্ট শাসন করে চলছেন তিনি জীবনমুখী গান নামক ভিন্ন ধারার গানের মাধ্যমে।গত বছর এর ২৪ শে সেপ্টেম্বর সারেগামা এইচ.এম.ভি.’র ব্যানারে বাজারে আসা তার “এইবার নীলাঞ্জন”

এলবামটি সারাদেশে একসপ্তাহ ধরে সর্বাধিক বিক্রিত তালিকায় ১

নম্বর স্থান দখল করেছিল।তার সবচেয়ে বড় বৈশিষ্ট হচ্ছে তিনি একাধারে গীতিকার, সুরকার এবং গায়ক। নব্বই এর দশকের মাঝামাঝি যখন বাংলা গানের চরম দুঃসময় চলছিল এবং শ্রোতারা নতুন কিছু পাওয়ার আশায় উন্মুখ হয়ে ছিল তখনই “এই বেশ

ভালো আছি”(সারেগামা এইচ.এম.ভি.’র ব্যানারে) এলবামের

মাধ্যমে আত্মপ্রকাশ করেন নচিকেতা। এলবামটি শ্রোতারা এত আপন করে নিয়েছিল যে নচিকেতা কে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।নতুন ধারার গান বলে শুধু নয়, তার গানের মাঝে শ্রোতারা খুঁজে পায় এক সচেতনতার আহবান।তীক্ষ্মধার কথার সাথে সাথে নির্ভয় সমালোচনা তার গানকে দিয়েছে ভিন্ন এক মাত্রা। তিনি গজল, কাওয়ালী,ফোক, র‌্যাপ সব ধরনের গানে পারদর্শী এবং আগ্রহী। তিনি তার গান নিয়ে পরীক্ষা নীরিক্ষা করতে পছন্দ করেন। লতা মুঙ্গেশকর, মোহাম্মদ রাফী,মদন মোহন এবং মেহেদি হাসানের একান্ত ভক্ত তিনি।অবসরে তিনি পরিবারকে সময় দিতে পছন্দ করেন, ভালোবাসেন পড়তে এবং লিখতে।এ পর্যন্ত তিনি ১ ডজনের বেশি ছোট গল্পও লিখেছেন। এছাড়া নিজস্ব হোমথিয়েটারে দুষ্প্রাপ্য

ইংরেজী ছবি দেখতেও তিনি বেশ পছন্দ করেন তার নিজস্ব এলবাম সমূহঃ

১. (এই বেশ ভালো আছি) Ei besh bhalo

achi-1993

২.(কে যায়) Ke jay-1994

৩. (কি হবে?)Ki hobe?-1995

৪.(চল যাবো তোকে নিয়ে) Chol jabo

toke niye-1996

৫.(কুয়াশা যখন) Kuasha

jokhon-1997

৬.(আমিই পারি) Amiee pari-1998

৭. (দলছুট)Dolchut-1999

৮. (দায়ভার)Daybhar-2000

৯. (আগুন পাখি)Agun Pakhi-2002-

Music Video

১০.(একলা চলতে হয়) Ekla Cholte

hoy-2002

১১.(মুখোমুখি) Mukhomukhi-2003

১২.(এই আগুনে হাত রাখো) Eai agune

haat rakho-2004

১৩.(আমার কথা আমার গান) Amar

kotha Amar gaan-2005-with VCD

১৪.(তীর্যক) Tirjak-2007

১৫.(এইবার নীলাঞ্জনা) Ebar

Nilanjan-2008 ।

নচিকেতার প্রিয়ঃ

প্রিয় ব্যক্তিত্ব – বাবা ।

প্রিয় সময় -রাত ।

প্রিয় গায়ক – লতা মুঙ্গেশকর,

মোহাম্মদ রাফী।

প্রিয় গজল শিল্পী – মেহেদি হাসান।

প্রিয় শহর – লস্ এঞ্জেলস (USA) ।

ছুটি কাটাতে পছন্দ -পাহাড়ে।

প্রিয় সঙ্গী – নিজে ।

প্রিয় সঙ্গীত পরিচালক – লক্ষ্মীকান্ত

পেয়ারীলাল এবং মদন মোহন।

প্রিয় খাবার – চুমু।

প্রিয় অভিনেতা – নাসিরউদ্দীন শাহ

এবং রবার্ট ডি’ নিরো।

প্রিয় লেখক – শীর্ষেন্দু মুখোপাধ্যায়,

মারিও পুজো এবং জ্যাক লন্ডন।

প্রিয় বই – দ্যা গডফাদার (মারিও

পুজো)।

প্রিয় রঙ -হলুদ।

প্রিয় ভ্রমন গন্তব্য – অজানার

উদ্দেশ্যে।

প্রিয় ফুল – যেকোন সাদা ফুল।

অবসরে প্রিয় কাজ – ছবি দেখা।

প্রিয় পানীয় – ভদকা।

প্রিয় পোশাক – ফেডেড জিন্স এবং শর্ট

কু্র্তা।

প্রিয় পশ্চিমা ব্যান্ড – দ্যা বিটলস

(The Beatles)।

প্রিয় সঙ্গীত যন্ত্র – গীটার।

প্রিয় খেলা – জীবন নিজেই

তো একটি খেলা।

নিজের গাওয়া গানের মধ্যে প্রিয়ঃ

দলছুট।

এম্বিশন।

নীলাঞ্জনা-৩।

রাজশ্রী-৪।

এ সময় অসময়।

ইচ্ছেরা দিনে রাতে।

কে রাখে খোঁজ।

পেস মেকার।

মন চায়।

পাগলা জগাই।

চোর।

সলোমান।

নচিকেতার নিজের করা কয়েকটি উক্তিঃ

*বন্ধুদের পাপেও আছি, পূণ্যতেও আছি।

*One for all, all for one.

*সব সত্যি সবার জন্য নয়।

বিষয়: বিবিধ

১৪৯০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

212833
২৪ এপ্রিল ২০১৪ রাত ০৮:২৯
ফেরারী মন লিখেছেন : তার গানগুলো আমার হৃদয় কাড়ে। ধন্যবাদ সুন্দর একটি পোষ্ট দিয়ে সেগুলো জানানোর জন্য।
212862
২৪ এপ্রিল ২০১৪ রাত ০৯:০০
মাহমুদুল হক মিদুল লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ।
নচিকেতা আমার খুবই প্রিয় শিল্পী ।
212867
২৪ এপ্রিল ২০১৪ রাত ০৯:০৪
মাহমুদুল হক মিদুল লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ।
নচিকেতা আমারও খুবই প্রিয় শিল্পী ।
212868
২৪ এপ্রিল ২০১৪ রাত ০৯:০৭
মাহমুদুল হক মিদুল লিখেছেন : আপনাকেও ধন্যবাদ :-)

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File