হাস্যকর গনতন্ত্র

লিখেছেন লিখেছেন মাহমুদুল হক মিদুল ১৪ ডিসেম্বর, ২০১৩, ০১:২৯:১৯ রাত

গনতন্ত্রের মুখে মাছি !!!!!

প্রিয় দুই দেশনেত্রী ,

দেশকে আজ আপনারা কোন পথে দৌড় করাচ্ছেন ?উল্টো কোন বাঁকা পথে !গনতন্ত্র নামক মানবরচিত দলিলের ফাকফোঁকরে আজ আপনারা চেটেপুটে খাচ্ছেন বা খাবেন ৫৬ হাজার বর্গ মাইলের প্রিয় স্বদেশকে ।আজ আপনারা কি হাঁটতে পারবেন ফার্মগেটের সেই ব্যস্ত পথচারী পারাপার দিয়ে ,পারবেন কি নিউমার্কেটে গিয়ে শপিং করতে ,পারবেন কি কারওয়ানবাজার অথবা মোহাম্মদপুরে কাঁচা বাজারে গিয়ে সবজি কিনতে ?পারবেন কমলাপুর স্টেশনে গিয়ে একরাত থাকতে ?পারবেন ঢাকা শহরের ব্যস্ত বাসগুলোতে লাফিয়ে উঠতে ?পারবেন কোন আদর্শ গৃহিণীর মত খুব সকালে উঠে রাত অবধি কাজ করতে ?পারবেন না ,কেননা আপনাদের আবাস ওই এসি নামক কৃত্রিম বাতাসের মাঝে ?আপনারা ক্ষমতার পালা বদলে রাজাই থেকে যান ,শোষিত হয় প্রজাতুল্য সাধারণ জনতা ।আপনাদের মানবরচিত গনতন্ত্রের বিষবাষ্পে নিষ্পেষিত আজ জনজীবন ।প্লেটো ,লেলিন মাক্সবাদীদের সমাজতন্ত্রের প্যাকেটে মোড়ানো গনতন্ত্র কিংবা এরিস্টটল বা আব্রাহাম লিংকনের রচিত এই গনতন্ত্রে শুধুই এ ই আছে ,শোষন ,নির্যাতন অথবা জুলুম ।কিন্তু আল্লাহ তায়ালা রচিত আল কুরআনে এসব শোষন ,জুলুম বা নির্যাতন নেই ।আছে মুক্তির পয়গাম । সময়ের প্রয়োজনে আজ বিশ্বে নিষিদ্ধ(প্রকৃতপক্ষে এরাই ঠিক ) সংগঠনের চাহিদা তুঙ্গে ।কেননা এদের প্রয়োজনীয়তা মানুষ উপলব্ধী করতে শিখতেছে।মুসলিম ব্রাদার ,আল -শাবাব ,আলকায়দা ,হিযবুত তাহরীর ,তালেবান ,JMB,এবং সর্বশেষ সংযোজন জামায়তি ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির (যদিও জামাত-শিবির সম্পূর্ন নিষিদ্ধ নয় ,তবে নিষিদ্ধের চূড়ান্ত পর্যায়ে) ।এসব সংগঠনের বাহ্যিক আর্দশে মিল না থাকলেও চূড়ান্ত অর্থে এদের আদর্শ কিন্তু এক আল্লাহর আইন প্রতিষ্ঠা ।জানি এরাই একদিন সফলকাম হবে ।এদের চলার পথ কিন্তু গনতন্ত্রের মত ফুল বিছানো নয় বরং তা কাঁটায় ভরপুর ।এরাই বিশ্ব শাসন করবে মানবরচিত গনতন্ত্রের মুখে লাথি মেরে ।যেখানে গনতন্ত্র মানেই হল "শত্রু শত্রু খেলা , মানে আমায় অবহেলা"।তাই গনতন্ত্রের নাগপাশ থেকে বেরিয়ে আমাদের উচিত এক আল্লাহর আইন প্রতিষ্ঠায় জীবনবাজী রাখা ।যদিও তা পৃথিবীর বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ভাবে শুরু হয়েছে ।

বিষয়: বিবিধ

১৪১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File