হতাশা

লিখেছেন লিখেছেন মাহমুদুল হক মিদুল ২৬ সেপ্টেম্বর, ২০১৩, ০৩:২০:৫২ রাত

হয়তো এভাবেই একদিন হারিয়ে যাব সভ্যতার অতল গহবরে । সেদিন আর কেউ হয়তো মনে রাখবে না যে মিদুল নামে কেউ একজন ছিল ।কেননা এসেছি নীরবে আবার চলেও যাব নীরবে ।আর মাঝখানের সময়টা বড় নিষ্ঠুর ।মাঝখানে অনেক কাজ করার কথা থাকলে ও কিছুই করতে পারলাম না ।যার খেসারত প্রতিনিয়ত আমাকে দিতে হচ্ছে । নিজের সাথে যে কত প্রতারণা করছি তার হিসাব মেলাতে পারছি না ।আমি ব্যর্থ , এটা প্রমাণিত সত্য ।তাই বলে কি আমার জীবন থেমে যাবে ? কিন্তু আমি তো চাই যে আমার জীবন এখানেই থেমে যাক !আমি চাই আলোর পথিক হতে ,যে পথিক আলো দেখাবে অন্য দশজনকে,দেশকে ,সমাজকে ।কিন্তু সেই সমাজই আজ আমাকে তাচ্ছিল্য করে ।আসলে কি আমি তাচ্ছিল্যের পাত্র ? আমাকে আমার চলার পথের সমস্ত বাঁধা ,অন্ধকার দূর করে সূবহে সাদিক পর্যত্ন পৌছাতেই হবে ।তা করতে পারলে আমি হব সভ্যতার আরেক মীর জাফর !

অস্তিস্তের সংকটে

মিদুল

26/09/2013

বিষয়: বিবিধ

১৭৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File