যে মিছিলের নেতা আমির হামজা
লিখেছেন লিখেছেন খালেদ সাইফুল্লাহ ২৭ নভেম্বর, ২০১৩, ০৩:১৬:৩০ দুপুর
তপ্ত দুপুর,
প্রখর রৌদ্র,
তীব্র তাপদাহ। ্
পিচঢালা রাস্তা যেন ঘেমে উঠেছে,
হটাৎ তীব্র আওয়াজ......?
নারায়ে তাকবির
আল্লাহু আকবার।
মুহূর্ত দেখা গেল শত সহস্র জনতার বজ্র মুষ্ঠি।
যে মুষ্ঠির আঘাতে কেপে উঠবে বাতিলের রাজপ্রাসাদ।
যাদের দীপ্ত পদচারনা এনে দেবে সোনালী সকাল।
হটাৎ ঠা ঠা গুরুম গুরুম ধর মার কাট।
চিরদিনই যারা সোনালী সকালের প্রহরী,
তারা বাধার সম্মুখীন ঐ সব কাল আত্মার,
যাদের অন্তরে কুচকুচে কাল রাত।
তারা চায় না আবার ফুটুক সোনালী রাশেদার সেই ফুল।
আবার হাসুক সেই মানুষ গুলো, যাদের পাজরের হাড়
গোনা যায় একটা একটা করে।
সোনালী সকালের আহবানকারী যারা,
তারা তো আর ভীতু হতে পারে না।
বুকে যাদের খোদা প্রেম,
দীপ্ত যাদের দু নয়ন সেই হেরার রশ্মিতে,
বুকটান করে প্রতিরোধ গড়ে। লাল,
ঘন লাল,
কোথাও জমাট,
কোথাও প্রবাহমান,
পাশেই তো শায়িত আছে আল্লাহর স্বীকৃত সেই বান্দারা,
যারা জান্নাত কে ক্রয় করেছে তাজা খুনের বিনিময়ে,
যাদের রক্ত বেয়ে আসে শুভ্র প্রভাত।
তারাই সার্থক,
শহীদি কাফেলা এগিয়ে যায়, হেসে উঠে জিন্দেগানী।
হায়! আফসোস আমার জন্য। কত সৌভাগ্যবান,
ঐ কাফেলার যাত্রীরা।
যারা আখেরাতের আগেই জান্নাতে পৌছে গেছে।
হে আল্লাহ,
আমির হামজার নেত্রেত্বে যে মিছিল শুরু হয়েছে,
তুমি আমাকে ঐ মিছিলের খুদ্র বান্দা হিসেবে কবুল
করে নিও। আমীন।
বিষয়: বিবিধ
১৩২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন