সত্যের বিজয় অবিসম্ভাবী

লিখেছেন লিখেছেন খালেদ সাইফুল্লাহ ২৬ অক্টোবর, ২০১৩, ০৪:২১:০৬ বিকাল



গতকাল সোহরাওয়ার্দী উদ্যানের চারদিকের দেয়াল লিখনগুলি শিবিরের সরব উপস্থিতি জানান দিচ্ছিল।গাছগুলিতে দেখলাম বেশ কিছু ভাই রং তুলি দিয়ে 'শিবির' লিখছিল।চারদিকে শিবির আর শিবির। এই সেই সোহরাওয়ার্দী উদ্যান যেখানে বামপন্থীরা তোফায়েল,ইনু,মেননেরা প্রকাশ্য দিবালোকে হামলা করে শহীদ করেছিল উপমহাদেশের ইসলামী শিক্ষা আন্দোলনের অগ্রদূত শহীদ আবদুল মালেক ভাইকে।১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিপা ভবনে শিক্ষাব্যবস্থা কি হবে সে বিষয়ে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়।শহীদ আবদুল মালেক ভাই ইসলামী শিক্ষাবাবস্থার পক্ষে ত্বত্ত্বসমৃদ্ধ ও যুক্তিপূর্ণ বক্তব্য রাখেন।আর এতে বাম ধর্মনিরপেক্ষতাবাদের মাথা হেট হয়ে যায়।মালেক ভাইয়ের যুক্তি ও আদর্শের কাছে হেরে গিয়ে পিশাচ বাহিনী ধর্মনিরপেক্ষ ও বাম সন্ত্রাসীরা সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে দিয়ে যাবার পথে লোহার রড-হকিষ্টিক নিয়ে তার ওপর ঝাপিয়ে পড়ে।তার উপর অমানুষিক নির্যাতন চালিয়ে তাকে রক্তাক্ত করা হয়।তিনদিন পর ১৫ আগষ্টে শাহাদাত বরন করেন নিকষ কালিমা ভরা আকাশের এক ধ্রুব তারা আবদুল মালেক। হে জান্নাতের সবুজ পাখি!চেয়ে দেখুন বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আজ মালেকেরা দীপ্ত পদভারে হাটছে।চেয়ে দেখুন যে ময়দানে আপনাকে শহীদ করা হয়েছিল সেই ময়দান আজ লক্ষ মালেকের পদচারনায় মুখর।

বিষয়: বিবিধ

১২৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File