চির বিদ্রোহী
লিখেছেন লিখেছেন খালেদ সাইফুল্লাহ ২৭ আগস্ট, ২০১৩, ০৪:৩১:৫১ বিকাল
চোখ তার টানাটানা
মাথায় ঝাঁকড়া চুল
তিনি সবার প্রিয় কবি
কাজী নজরুল।
মুখে তাহার অগ্নিবীণা
দুই হাতে তার বজ্র কিল
বিষের বাঁশির ঝংকারে তার
অবনত আজ শত্রু দিল।
মৃত্যু ক্ষুধার হুংকারে তার
কম্পিত সব রাজ প্রাসাদ
সাম্যবাদীর শান্তি দোলায়
দীপ্ত করি এ দুহাত।
দিকে দিকে আক পড়ল সাজ
ভাঙল শত মনের ভুল
চির বিদ্রোহী মহান তিনি
সবার কবি নজরুল।
বিষয়: সাহিত্য
৯৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন