নির্বাচনের আগে Vs নির্বাচনের পরে
লিখেছেন লিখেছেন খালেদ সাইফুল্লাহ ২৩ মে, ২০১৩, ০৬:৩৯:৩৮ সন্ধ্যা
"কাজের সরকার"
দশ টাকা চাল, জনগনের মাল, ফ্রি দেব সার,
ঘরে ঘরে চাকরী, জনগনের বকরী, সন্ত্রাসীরে মার।
সংসদে চলি, মনে মনে বলি, পাছে হয় ভুল,
ভুল যদি হয়, জনগন নিশ্চয়, ছিড়ে দেবে চুল।
দশ টাকা চাল, জনগনের মাল, ফ্রি দেব সার,
ঘরে ঘরে চাকরী, জনগনের বকরী, সন্ত্রাসীরে মার।
বাহবা বাহবা, পুলিশ আর শিবির খেলিতেছে বেশ,
দেখিব খেলাতে, কে হারে কে জেতে, উন্নয়ন শেষ।
দশ টাকা চাল, জনগনের মাল, ফ্রি দেব সার,
সন্ত্রাসীরে চাকরী, আমার ঘরে বকরী, জনগনরে মার।
ঐ তো এয়ারপোর্টে, বিদেশের পানে, পাইলট উড়বে এখনি,
আমি যদি পাই, ভালই তো হয়
, বিদেশ সফর এখনি।
ত্রিশ টাকা চাল, ফ্রি নেব মাল, নেই কোন সার,
সন্ত্রাসীরে চাকরী, আমার ঘরে বকরী, জনগনরে মার।
এসেছি সংসদে, সরকার এই খানে,এবার কিছু হয়,
নেত্রী যাহা বলেছে, ঠিক মনে আছে, তাতো ভুলি নাই।
চল্লিশ টাকা চাল, আমারই তো মাল, কি হবে সার,
দলের ঘরে চাকরী, আমার ঘরে বকরী, বিরোধীদলরে মার।
http://m.facebook.com/khalid.syfullah.18?refid=5
বিষয়: রাজনীতি
১৪৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন