নন্দলালের ডিজিটাল ভার্সন মখা
লিখেছেন লিখেছেন খালেদ সাইফুল্লাহ ২২ মে, ২০১৩, ১১:৫৯:৪৫ সকাল
"সে যুগের নন্দলাল, আর এযুগের মখা"
মখা তো একদা একটা করিল ভীষন পণ,
বিরোধীদলকে যে করেই হোক করিবে সে দমন।
সাংবাদিকরা কহিল, এটা কি ঠিক হবে রে মখা?
মখা বলিল, আগে সমাবেশ বন্ধ করি. পরে যাবে দেখা।
চামচারা কহিল, বাহবা বাহবা বেশ,
মখার নির্দেশে বন্ধ হলসভা আর সমাবেশ।
মখার দল সমাবেশ করে, বন্ধ করিবে কেবা?
চুশীল কয়, যাওনা মখা, লাঠিচার্জ কর মাপা।
মখা কহিল, দলের মিটিং এটিয়ারশেল যদি দিই,
না হয় দিলাম, কিন্তু আমার হইবে কি?
দলের জন্য এটুকু করা দরকার, ভেবে দেখ চারিদিক,
চুশীল কহিল, হাঁ হাঁ হাঁ তা বটে তা বটে, ঠিক।
মখা একদা হটাৎ একটা তত্ত্ব করিল বাহির,
ধাক্কাধাক্কি করে বিল্ডিং ফেলিয়া, শক্তিকরিল জাহির।
পড়িল ধন্য, দলের জন্য মখা খাটিয়া খুন,
ঘটে যা কিছু তার দ্বিগুন দেখে, বকে তার দশ গুন।
হটাৎ করিয়া কহিল, ভবন নড়াচড়া তত্ত্ব, ঝাকানাকা ঝাকানাকা,
তখন সকলে বলিল, ধর শালারে, কই গেলরে মখা?
শেখ হাসিনা সংসদে দাড়িয়ে দ
েয় যে মিথ্যা বুলি,
জনগন কবে গলাটি তাহার টিপিয়া ধরিবে খালি।
হাসিনা কবে, আ-হা-হা, কর কি কর কি? ছাড় না ছাই,
কি হবে দেশের, গলাটিপুনীতে আমি যদি মরে যায়।
মখা পুলিশ ছাড়া হত না বাহির,কোথা কি ঘটে কি জানি,
যায়তো না বাড়ি, না জানিকখন ইজ্জত টানাটানি।
মানুষেরা সব মরছে ভীষন, রাস্তায় পুলিশেরভয়,
মুখে যদি থাকে দাড়ি টুপি তবে রিমান্ডে নেয়া হয়।
তাই ভয়ে ভয়ে চুপি চুপি রাস্তায় নামে মখা,
না জানি কখন জনগন ক্ষেপে দিয়ে দেয় ছ্যাকা।
(ইহা একটি ব্যঙ্গ প্যারোডি, যেটি তৈরী করেছেন খালিদ সাইফুল্লাহ। আইডি লিংক- http:// m.facebook.com/ khalid.syfullah. 18?v=info&refid =17
বিষয়: সাহিত্য
১৩৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন