ঝগড়াটে সেলিব্রেটির কবলে স্যোশাল নেটওয়ার্ক
লিখেছেন লিখেছেন খালেদ সাইফুল্লাহ ১৮ মে, ২০১৩, ০৪:৪৪:০৪ বিকাল
ফেসবুক, ব্লগ সহ সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক গুলোতে কিছু সেলিব্রেটি আছে (লোকে বলে)। এদের মধ্যে ইসলাম পন্থীও আছে, নাস্তিকও আছে। তবে এখানে আমি নাস্তিকদের কথা বলবনা। আমি বলব যে সমস্ত ইসলামপন্থী সেলিব্রেটিরা আছেন, যারা সোশ্যাল নেটওয়ার্ককে দ্বীন প্রচারের জন্য বেছে নিয়েছেন, ইদানিং দেখছি তারা পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত। একজন আরেকজনের বিরুদ্ধে, এক পক্ষ একটা গ্যাং তৈরী করলে অন্যরা আরেকটা গ্রুপ তৈরী করে। তারা যে ইসলামী সেলিব্রেটি হিসেবে পরিচিত, কই তারাতো মনে হয় ইসলামের কথা বলা ভুলেই গেছেন। বলুন তো তারা সাম্প্রতিক কালে কত গুলো ইসলামী মৌলিক পোস্ট দিয়েছেন? আরে ভাই, আপনাদের মাঝে যদি কোন ফ্যাসাদ থাকে তাহলে তা ব্যক্তিগত পর্যায়ে মিটিয়ে ফেলুন। তাকে এই পাবলিক নেটওয়ার্কে টেনে আনার কি দরকার? এটা সুষ্ঠ পরিবেশ নষ্ট করে। যে কাজের জন্য এই জগতে নেমেছেন তা যথাযথ ভাবে পালন করুন। কদর্য কাদা ছোড়াছুড়িতে কেবলমাত্র বিরোধীরাই হাসবে, আপনাদের বা আমাদের ফায়দা নেই। কেউ যদি কাদা ছুড়ে মারে তাকে ওভারলুক করুন। কিন্তু আপনিও যদি কাদা ছুড়তে যান তাহলে আপনি আরো বেশী কর্দমাক্ত হয়ে যাবেন। আমাদের প্রিয় নবী সাঃ কে কাফেররা কাটা বিছিয়ে কষ্ট দিয়েছে। কিন্তু তিনি তাদের কিছু বলেননি। সময়ের ব্যবধানে তারা তার আচরনে মুগ্ধ হয়ে ইসলাম কবুল করে। আপনি সেই নবীর দ্বীন প্রচার করতে যেয়ে যদি তার চরিত্র দেখাতে না পারেন তাহলে হিতে বিপরীত হবে। পংকিল এই সমাজে ভাল কথা বললে আপনাকে খারাপ কথা শুনতে হবে। যদি খারাপ কথা শোনার ধৈর্য না থাকে তবে এখানে বিপ্লব করার দরকার নেই। তাই বলে খারাপের জবাব কখনো খারাপ দিয়ে হতে পারেনা। সবশেষে কাজী নজরুলের একটা পঙ্কতি দিয়ে শেষ করছি
*ওরা কাদা ছুড়ে বাধা দেবে ভাবে, এদের অস্ত্র নিন্দাবাদ,
মোরা ফুল ছুড়ে মারিব ওদের, বলিব এক আল্লাহ জিন্দাবাদ*
বিষয়: বিবিধ
১৮৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন