রোজার মাসে হৃদয় হাসে

লিখেছেন লিখেছেন বিলাল হোসাইন নূরী ০৪ জুলাই, ২০১৩, ১২:৫৯:২৩ রাত

http://www.youtube.com/watch?v=ljTXqGUGchk&feature=youtu.be

রোজার মাসে হৃদয় হাসে

হাসে বনের ফুল,

আকাশ নদী চাঁদ সিতারা

আনন্দে মাশগুল ।।

.

কেউ বা বসে কোরআন পড়ে-

তাসবিহ জপে জিকির করে-

রবের কাছে ধরনা ধরে

ভাঙ্গে মনের ভুল ।।

.

যার নসিবে সিয়াম জোটে

সেই তো বড় সুখি,

জীবন জুড়ে ফুটতে থাকে

হাজার সূর্যমুখী...

.

সামনে ভাসে নেকির ডালা-

এখন শুধু নেয়ার পালা-

সু-স্বাগতম হে রোজাদার

গায় পাখি বুলবুল ।।

বিষয়: বিবিধ

১১১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File