স্নেহের পরাগ
লিখেছেন লিখেছেন বিলাল হোসাইন নূরী ০৫ জুন, ২০১৩, ০৮:৩৯:১৯ রাত
তুমি কি গেঁথেছো তোমার মোহন মালা-
যে মালায় হাসে সিজদার শত ফুল ;
আমলনামায় তুলেছো কি প্রেম-ডালা,
ভোরের আলোয় ধুয়েছো কি সব ভুল ?
.
দু’চোখে তোমার যখন পর্দা দোলে-
কালোকে তখন আলোময় মনে হয় ;
মরীচিকাগুলো মোহময় করে তোলে-
পাপী শয়তান। জানো তার পরিচয় ?
.
ভুল তো মানুষ করবেই, সেটা জানি-
পাপ আছে বলে ক্ষমার প্রশ্ন আসে ;
তুমি কি ছুঁয়েছো স্নেহের পরাগদানি-
অশ্রু ফেলো নি হাত তুলে দূরাকাশে ?
.
তাঁর কাছে বহু প্রেমের ঝরনা আছে-
সেখানেই আজ ধুয়ে নাও দেহ-মন ;
পুষ্প ফোটাও চেতনার মরা গাছে -
এর চেয়ে বেশী নেই কিছু প্রয়োজন।
বিষয়: বিবিধ
১৪৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন