Survive করার জন্য যা চাই
লিখেছেন লিখেছেন প্রতীতি ০৪ জুন, ২০১৩, ১১:৫১:৫৩ রাত
জীবন হলো জন্ম এবং মৃত্যুর ফ্রেমে বাঁধা সময়ের সমষ্টির নাম। very ঠুন্কো কচুপাতার পানির মতো।একটু নাড়া লাগলেই যে কোন সময় টুপ করে পড়ে যেতে পারে। ব্যাস্ ভবলীলা সাঙ্গ।জীবনের অপরিহার্য পরিনতি মৃত্যু। মৃত্যু পরবর্তী বিষয় নিয়ে বিস্তর মতবিরোধ আছে কিন্তু মৃত্যুর অপরিহার্যতার বিষয়ে সবাই একমত। তবে মৃত্যুর অর্থ নিয়েও অবশ্য মতপার্থক্য আছে। কারো কাছে দেহান্তরিত, কারো কাছে পরলোকে গমন,আবার কারো কাছে চূড়ান্ত বিনাশ। বিশ্বাস মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে । মানুষের অন্তর্জাগতিক বিশ্বাসের প্রতিবিম্ব হলো তার জীবনের যাবতীয় কার্যকলাপ। মানুষ তার বিশ্বাস দ্বারা পরিচালিত হয়। মানুষের জীবনের গতি প্রকৃতির মূলে হলো এক ধরণের প্রতিযোগিতা । আর এই প্রতিযোগিতার লক্ষ্য হলো Survive করা । মানব সভ্যতার উন্নয়ন অগ্রগতির মূল উপজীব্য বিষয় হলো এই "টিকে থাকার প্রতিযোগিতা"। অবশ্য প্রকৃতির সকল স্তরেই এই প্রতিযোগিতা বিদ্যমান। বিশ্বব্রহ্মান্ডের সবকিছুই ছুটছে । কিছুই থেমে নেই । যেখনে যে থামে সেখানেই তার মৃত্যু । সেখনেই তার পরাজয়। জীবনের সকল ক্ষেত্রে এই টান টান উত্তেজনাকর প্রতিযোগিতার দৃশ্য চোখ খুলে অথবা চোখ বন্ধ করে দু'ভাবেই দেখতে পারবেন। Survive করার এই প্রতিযোগিতায় দু'ধরনের নিয়মই প্রচলিত আছে; সুস্থ প্রতিযোগিতা এবং অসুস্থ প্রতিযোগিতা । সুস্থ প্রতিযোগীরা কখনো কারো ঘারে পাড়া দিয়ে এগিয়ে যায়না। জীবনকে অর্থবহ করে তোলার জন্য চাই সুস্থ প্রতিযোগিতা , চাই শ্রেষ্ঠ কৌশল লেং মারার সংস্কৃতি নয়।
বিষয়: বিবিধ
১০৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন