আকর্ষণীয় নারীদেরও বিড়ম্বনা আছে

লিখেছেন লিখেছেন কালো অনল ২৩ মে, ২০১৩, ১০:৩২:২৭ সকাল

ইউনিভার্সিটি অব কলোরাডো ডেনভার

বিজনেস স্কুলের এক গবেষণায় এ তথ্য

জানা গেছে।

আকর্ষণীয় চেহরার নারীরা ‘পুরুষের’

জন্য উপযোগী হিসেবে বিবেচিত

চাকরির সুযোগ থেকে বঞ্চিত

হতে পারে। এতে বলা হয়,

চেহারা গুরুত্বপূর্ণ নয় এমন চাকরির

জন্য আবেদন করে আকর্ষণীয় অবয়বের

নারীরা বৈষম্যের শিকার হয়।

এসব চাকরির মধ্যে রয়েছে গবেষণা ও

উন্নয়ন বিষয়ক ব্যবস্থাপক, অর্থ

বিভাগের পরিচালক, যন্ত্র প্রকৌশলী ও

নির্মাণ পর্যবেক্ষক। এছাড়াও

রয়েছে নিরাপত্তা পরিচালক,

যন্ত্রাংশ বিক্রেতা, কারারক্ষী ও

ট্রাক চালকের চাকরি।

এক বিবৃতিতে গবেষক স্টেফানি জনসন

বলেন, “এসব পেশায় আকর্ষণীয়

হওয়া নারীদের জন্য ক্ষতিকর

মনে করা হয়।”

তিনি আরো বলেন, আকর্ষণীয় চেহারার

নারীদের

অভ্যর্থনাকর্মী বা সেক্রেটারির

মতো পেশায় নির্বাচনের

প্রবণতা রয়েছে।

স্টেফানি বলেন, “আর অন্যান্য পেশায়

আকর্ষণীয় নারীদের প্রাধান্য

দেওয়া হয়।”

গবেষণায় আরো বলা হয়, আকর্ষণীয়

চেহারার নারীরা নির্বাচিত কিছু

পেশা থেকে বঞ্চিত হলেও আকর্ষণীয়

চেহারার পুরুষরা এ ধরণের বৈষম্যের

শিকার না হয়ে বরং সুবিধাই

পেয়ে থাকে।

গবেষণার জন্য চাকরিদাতাদের

কাছে বেশ কিছু চাকরির তালিকা ও

আবেদনকারীর (৫৫ জন নারী ও ৫৫ জন

পুরুষ) ছবি দিয়ে তার মধ্য

থেকে চাকরির জন্য উপযুক্তদের

নির্বাচন করতে বলা হয়।

জার্নাল অব সোস্যাল সাইকোলজিতে এ

গবেষণা প্রকাশিত হয়েছে।

বিষয়: বিবিধ

১২২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File