ইহা একটি ফেসবুকিয় স্ক্রিনশট সম্বলিত নাস্তিকিয় বিনোদন :P

লিখেছেন লিখেছেন আদার ব্যাবসায়ী ১০ নভেম্বর, ২০১৩, ০৫:০৪:৪৯ সকাল

ঢাকায় নতুন আগমন করা এক বৎস তাহার এক ফ্রেন্ডের সহিত দেখা করিবার প্রয়াসে বনানী নামক এক অচেনা স্থানের উদ্দেশ্যে রওয়ানা হয়।পথিমধ্যে কোন প্রকার অঘটন ছাড়াই বৎস তাহার জায়গা মত পৌঁছাইয়া যায়।তাহার সেই বিশেষ ফ্রেন্ডকে ফোন করিয়া তাহার আগমনের কথা বলিলে ফ্রেন্ড তাহাকে কতক সময় তাহার জন্য অপেক্ষা করিতে বলে।বাছাধন কি করিবে বুঝিতে না পারিয়া রাস্তার পশ্চিম পার্শ্বে ওভারব্রিজের নিচে একখান বিড়ির দোকান দেখিতে পাইয়া তাহার বদনখানা উজ্জ্বল হইয়া উঠিল।চিন্তা করিল যাই হোক চা বিড়ি খাইয়া সময় ক্ষেপণ করা যাইবেক।চায়ের অর্ডার করিয়া বৎস বিড়ি ফুকিতে থাকিল আর অবলোকন করিতে থাকিল জায়গায় জায়গায় কতক মানুষ দাঁড়াইয়া দাঁড়াইয়া আড্ডা মারিতেছে। বৎস ইহাতে কিঞ্চিৎ আশ্চর্যান্বিত হইলেও ইহা তাহার কাজ নহে বলিয়া তাহার চা ও বিড়ির দিকেই পুনরায় মনোনিবেশ করিল।হঠাৎ করিয়া মামা ডাক শুনিয়া বৎস বিস্মিত হইয়া ও কিঞ্চিৎ ভয় পাইয়া বিড়িখান হাত থেকে ছুড়ে ফেলিয়া দিল।পেছন পাশ চাহিয়া দেখিল এক অপরিচিত মানব তাহাকে মামা ডাকিয়া সম্বোধন করিয়াছে। বৎস ইহাতে বিস্মিত হইলেও অতিব দ্রুতই নিজেকে সামলাইয়া জিজ্ঞেস করিল "কিছু বলবেন???"আগুন্তুকঃ কিছু লাগবে মামা???বৎস আগামাথা কিছুই বুঝিতে না পারিয়া তাহার আগমনের হেতু আগুন্তুকের নিকট ব্যাক্ত করিল।পরক্ষণেই বৎস খেয়াল করিল আগুন্তুকের বদন উজ্জ্বল হইয়া উঠিল ও তাহাকে জিজ্ঞেস করিল "মামা মজা করবেন নাকি????" বৎস এইবারও তাহার কথার মর্মার্থ না বুঝিয়া পুনরায় আগুন্তুককে বিস্তারিত বলিতে অনুরোধ করিল।এইবার আগুন্তুকের কাছ থেকে বিস্তারিতভাবে যেই প্রস্তাব শুনিল তাহাতে বৎসের মাথা দুইবার চক্কর দিয়া উঠিল।

#প্রশ্ন থাকিয়া গেল বৎসের নিকট আগুন্তুকের কি প্রস্তাব ছিল যাহাতে বৎসের এই বেহাল অবস্থার হইলো।প্রশ্নের উত্তর ব্লগের শেষের দিকে আমি দিয়ে যাইব

এতক্ষণ যাহা বর্ণনা করিয়া গেলাম তাহা আমার নোটের প্রাসঙ্গিক কিছু না একটি ছোট গদ্যের অবতারনা মাত্র।বিষয়বস্তুতে ফিরিয়া আসি।বহুদিন নাস্তিকদের সহিত আছি বিধায় জগতের অনেক কিছুই আমাকে নতুন করিয়া শিখিতে হইয়াছে ও বিভিন্ন ধরনের মানুষের সহিত অভিজ্ঞতা লাভের বিস্তর সুযোগ হইয়াছে।এই বিস্তর মানুষের সহিত বিস্তর প্রকৃতির মানুষের মাঝে কতক মানুষ দেখিয়াছি নারীবিদ্বেষী কতক দেখিয়াছি পুরুষবিদ্বেষীআমি এইখানে পুরুষবিদ্বেষী এক নারীর সহিত পরিচয় করিয়ে দেয়ার আপ্রাণ চেষ্টা করিব

প্রথমেই ওই পুরুষ বিদ্বেষী নারীর একটা পোস্ট পর্যবেক্ষণ করা যাক



কম বুদ্ধি সম্পন্ন একজন মানবও এই পোস্টখানা দেখিয়া এই নারী সম্পর্কে পুরুষবিদ্বেষী ব্যাতিত অন্য কিছু ধারনা করিতে বিরত থাকিবে বৈকি।যিনি পুরুষদের মুন্ডুপাত করিতেই ভালবাসেন।ইহা হতেই পারে। কতক দুষ্কৃতিকারী পুরুষের সহিত কেহ কয়েকদিন চলিয়া ইহা ধারনা করিতেই পারেন।পুরুষের পুরুষত্ব নিয়ে যখন কেহ এ রকম কথা বলিতে পারেন তখন কোন পুরুষ তাহাকে কটাক্ষ ভাষায় জবাব দেয়াটাই অবশ্য কর্তব্য বলিয়াই মনে করেন।কিন্তু উনাকে কটাক্ষ ভাষায় না বলিয়া উনি যেই ভাষা ব্যাবহার করিয়াছেন উনাকে সেই ভাসায়ই জবাব প্রদান করা হয়।জবাবের নমুনা



নারী বলিয়া তাহার এই সকল কথা তাহার ইগো(!) নামক এক বস্তুতে আঘাত হানিয়া ফেলে।আর তিনি নিম্নোক্ত মন্তব্য করিয়া বসেন।



উনি যেইখানে মুল্যবান পোস্টখানা করিয়াছিলেন সেইখান হইতে উনার অবস্থান করা না করা উনার নিতান্তই ব্যাক্তিগত ব্যাপারই ছিল বৈকি।ভাল করিয়া কতক লাইনের উপর দাগান্বিত অংশটি সকলের দৃষ্টি আকর্ষণ করিতেছি।যাহারা প্রথম ছবি খানা দেখিয়া থাকিবেন তাহারা নিঃসন্দেহে আমার সাথে সম্মত হইবেন উনার পোস্টের সহিত এইখানে দাবির সহিত কোন মিল খোজে পাওয়া যায় নি।তাহা হইলে কিসের ভিত্তিতে তিনি এই দাবি করিলেন জাতির প্রশ্ন রহিয়া গেল।ইহা কি পলায়ন করার পন্থা ছাড়া কিছুই ছিল না বলে জাতি মনে করিতেছে।

হঠাত করিয়া এক জায়গায় এই পুরুষ বিদ্বেষী নারীর পুরুষ প্রেমী পোস্ট দেখিয়া টাসকি খাওয়ার উপক্রম হইয়া পড়ে।পোস্টটা নিম্নরুপ



এইখানে বিচক্ষণ নারী পুরুষের মত বহুবিবাহের দাবি করিয়াছেন।অনেকের কাছে ইহা সময়োপযোগী দাবী বলিয়াও মনে হইতে পারে।কিন্তু একখান জিনিস ভাল করিয়া চিন্তা করিয়া দেখিলাম হঠাত করিয়া এইখানে এই পুরুষ বিদ্বেষী নারী বহু পুংস্পর্শ পাইতে অতীব আকাঙ্ক্ষা প্রকাশ করিতেছেন।পুরুষ বিদ্বেষীতা আকাশে (খাঁটি বাংলায় চাঙ্গে) উঠিয়া পড়িল।বহু পুরুষের সঙ্গ পাইতে চান ইহাতে উনার দোষ দেখিতে পাইতেছি না।উনি চাহিতেই পারেন।পুরুষ বিদ্বেষী বলিয়া কথা।ইহারা পুরুষকে ঘৃণা করিয়া যাইবেন মাগার বহু পুরুষের সঙ্গও চাইবেন।ইহা কি রকম পুরুষ বিদ্বেষীতা আমার মত ছোট মানুষের মাথায় ইহা ধরিতে কঠিনই বটে।

#নোটখানার প্রথমেই একখানা গদ্যের অবতারনা করিয়া ছিলেম।বলিয়া ছিলাম বালকের বেহাল অবস্থার হেতু বলিয়া যাইব।আগুন্তক এমন কি বলিয়াছিল যাহাতে বালকের ওই বেহাল অবস্থা।আগুন্তুক বলিয়াছিলেন "মামা ভাল মাইয়া আছে লাগবে নাকি??ভাল ফুর্তি করতে পারবেন।কম রেটে দিমু।এইখানে আগুন্তুক যেই নারীর কথা বলিয়াছেন সেই নারীও নিত্য বহু পুরুষের সঙ্গই নিয়ে থাকেন।

#পরিশিষ্টঃ এই রকম মন মানসিকতা যে সকল নারীর মাঝে বিদ্যমান তাহাদিগকে বলিতেছি আপনাদের জন্য বনানীর মত ওই সকল জায়গায়ই বরাদ্দ রহিয়াছে।সমাজে বিষ না ছড়ায়ে ওই সকল জায়গায় যান এতে করিয়া আমাদের মত যুব সমাজও যেমন বাঁচিবে তেমনি আপনাদেরও মনের বাসনাও পুরন হইতে বাধ্য

#বিঃ দ্রঃব্যাকরণগত ভুল ধরিবেন না

বিষয়: বিবিধ

২৩৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File