সাপ্তাহিক নামাজিদের জন্য সতর্কতা
লিখেছেন লিখেছেন জঙ্গী বাবা ২১ জুন, ২০১৩, ১২:২৪:৫২ দুপুর
সাপ্তাহিক নামাজী তাদেরকে বলছিঃ
১) আপনার পুরো এক সপ্তাহের খিস্তি খেউড় নিয়ে মসজিদে যাবেননা।
২) আপনার কারণে অন্য আরো দশজনের খুতবা শুনতে কিংবা সুন্নত পড়তে ব্যাঘাত ঘটবে তাতো মশাই মেনে নেয়া যায়না।
৩) দয়া করে চুপ থাকুন। আর যদি চুলকানি থাকে তবে মসজিদের বাইরে এসে চুলকানি মেটান, মসজিদের ভেতরে নয়।
৪) স্মরন রাখবেন, মসজিদের ভেতরে সব রকম দুনিয়াবি কথা বলা হারাম।
৫) এমনকি এই ধরনের বাচালদেরকে ফেরেস্তারা আল্লাহর শত্রু বলে অবিহিত করেন।
৬) মসজিদে গেলেন আল্লাহর প্রিয় হতে, যদি ফিরে আসেন তার শত্রু হয়ে তবে আপনার মত অভাগার জন্য মসজিদে না যাওয়াই ভাল।
বিষয়: বিবিধ
১৬৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন