গ্রামীণফোনের প্রতারণার ফাঁদে পা দেয়া থেকে বিরত থাকুন।
লিখেছেন লিখেছেন জঙ্গী বাবা ১৩ মে, ২০১৩, ১০:৫১:৩৮ রাত
সাবধান! সাবধান!! সাবধান!!!
এখন পর্যন্ত যারা গ্রামীণফোন নামক নব্য ইস্ট-ইন্ডিয়া কোম্পানির নতুন ইন্টারনেট প্যাকেজ নেননি তারা প্রতারকফোনের নতুন এই প্রতারণার ফাঁদে পা দেয়া থেকে বিরত থাকুন।
# ২৯৯ টাকায় নন-স্টপ ইন্টারনেটের চটকদার বিজ্ঞাপন দেখে লোভ সামলাতে না পেরে অনেকে কিছু বুঝে ওঠার আগেই একটিভ করে ফেলবেননা।
তার আগে জেনে নিন তাদের প্রতারনার নতুন কৌশলঃ
১) নন-স্টপ ইন্টারনেটের মানে হল ৪০০ এবমি ডাটা ইউজের পর ফেয়ার ইউসেজ পলিসি প্রযোজ্য।
২) এই ৪০০ এবমি ইউজের পর আপনাকে সাফার করতে হবে 3kbps স্পীডের জ্বালা সারা মাস।
৩) ৩৪৫ টাকায় আপনাকে দিয়ে মাত্র ৪০০ এমবি ডাটা কিনিয়ে নিচ্ছে কি সহজে।
এই তথ্যটি শেয়ার করে আপনার বন্ধুকে জানিয়ে দিন সে প্রতারিত হবার আগেই।
আর আসুন আগের মতই প্রক্সির যুগে আবার ফিরে যাই।
ইন্টারনেট এক্সপার্ট ভাইয়েরা নিত্য-নতুন প্রক্সি বের করে এই বাটপারদের বাঁশ দেয়ার ব্যবস্থা নিশ্চিত করুন।
http://www.facebook.com/mannan.rahi
বিষয়: বিবিধ
১০৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন