মানুষ এত নিষ্ঠুর হয় কিভাবে?

লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ১৭ ফেব্রুয়ারি, ২০১৬, ০১:১১:১৮ দুপুর



হবিগঞ্জ জেলার বাহুবলের এক গ্রাম থেকে নিখোঁজ হওয়া ৪ শিশুর মরদেহ গ্রামের এক মাঠ থেকে উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের পাঁচদিন পর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাহুবল উপজেলা সুন্দ্রাটিকি গ্রামে থেকে তাদের লাশ উদ্ধার হয়।

নিহত শিশুরা হলেন- বাহুবলের ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে স্থানীয় সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই একই বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে একই বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের ছেলে সুন্দ্রাটিকি মাদরাসার ছাত্র ইসমাঈল হোসেন (১০)।

র‍্যাবের সিলেট বিভাগের মিডিয়া অফিসার এস এ এম ফকরুল ইসলাম খান এ খবর নিশ্চিত করেছেন।

র‍্যাব জানিয়েছে , মরদেহগুলো গলা কাটা অবস্থায় পাওয়া গেছে। সুন্দ্রাটিকি গ্রামের এক মাঠে ওই শিশুদের মরদেহ পুঁতে রাখা ছিল।

গত শুক্রবার সন্ধ্যায় শিশুরা নিখোঁজ হওয়ার পর শনিবার বাহুবল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৫১৬) করা হয়।

বাহুবল থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪টায় বাড়ির পাশের মাঠে খেলাধূলা করতে যায় ওই শিশুরা। সন্ধ্যার পরও তারা নিজ নিজ বাড়িতে ফিরে না আসায় অভিভাবকরা খোঁজাখুজি করতে থাকে। কোথাও তাদের সন্ধান না পেয়ে শুক্রবার রাতেই উপজেলার সর্বত্র মাইকযোগে নিখোঁজ সংবাদটি প্রচার করা হয়।

পরদিন শনিবার দুপুর পর্যন্ত ওই চার শিশুর সন্ধান না পেয়ে জাকারিয়া আহমেদ শুভর বাবা ওয়াহিদ মিয়া বাদী হয়ে বাহুবল মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।

বুধবার সকালে বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের এক মাঠে মাটির নিচ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়

সূত্রঃ আরটিএনএন

বিষয়: বিবিধ

১৩৯৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359804
১৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৪৩
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


এসব আল্লাহতায়ালার পক্ষ থেকে আজাব!
হাদীসে এমন আজাবের কথা বর্ণিত হয়েছে!

মুমিন যখন ভালোকাজের আদেশ ও মন্দকাজের নিষেধ ছেড়ে দিয়ে উল্টো সেসবেই জড়িয়ে পড়ে তখন এমন আজাব দেয়া হয়!

বাঁচের উপায়: আল্লাহতায়ালার দরবারে তাওবাহ করা, ক্ষমা চাওয়া, কর্মনীতি সংশোধন করে নেয়া [অর্থাত ভালোকাজের আদেশ ও মন্দকাজের নিষেধ করতে থাকা- যত বিপদ-ই আসুক]!
Praying Praying Praying Praying
359832
১৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মানুষই এমন নিষ্ঠুর হতে পারে। কোন পশু বিনা কারনে কাউকে হত্যা করেনা।
359947
১৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৪২
হতভাগা লিখেছেন : হাসুবু এ ব্যাপারে তদন্ত করার নির্দেশ দিয়েছেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File