আমাদের কারনেই আজ আমরা এই ভ্যাট দিতে হচ্ছে!
লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ১০ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:০৬:২৫ বিকাল
আন্ডার এসএসসি বা আন্ডার এইচএসসি পাশ করা মন্ত্রীরা চুরি করবে আর সেই টাকা দিবে এই দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্র-ছাত্রীর অভিভাবকেরা। সরকার নিজের অপকর্ম ঢাকতে এই ভ্যাট নিচ্ছে আমাদের কাছ থেকে। একটা প্রবাদ আছে, "ডিম পাড়ে হাঁসে মজা মারে বাগদাসে" ঠিক বর্তমান অবস্থা হচ্ছে এমন। আমাদের অভিভাবকেরা কষ্ট করে টাকা উপার্জন করবে আর সেই টাকা দিয়ে সরকার আরাম আয়েশে দিন কাটাবে। মন্ত্রীরা ভ্যাট ছাড়া গাড়ী কিনবে আর আমরা ছাত্র-ছাত্রীরা ভ্যাট দিয়ে পড়ালেখা করবো!!!
আমি শুধু আওয়ামীলীগ সরকারের দোষ দিব না। আমি এই দেশের শুরু থেকে যত সরকার ছিল সেই সব সরকারেরও দোষ দিব না। আমি দোষ দিব এই দেশের সাধারন জনগনের। যার কারন এই দেশে যখন কোন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হয় তখন আমরা সবাই হাত গুটিয়ে বসে থাকি, আর এই হাত গুটিয়ে বসে থাকার সুযোগ নিয়ে আজ সরকার সব কিছুর দাম বৃদ্ধি করতেছে। আমরা যদি নিউটনের তৃতীয় সূত্রের মত ব্যবহার করতাম তাহলে আজ এই দেশের কোন সরকার কোন কিছুর দাম এমনি এমনি বৃদ্ধি করতে পারতোনা।
এইতো গত সাপ্তাহে গ্যাস, বিদ্যুৎ এবং পানির দাম বৃদ্ধি করেছে সরকার কোন কারন ছাড়াই। বাংলাদেশের কয়েকটা রাজনৈতিক দল ছাড়া আর কেউ তেমন প্রতিবাদ করে নাই। এমনকি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল বিএনপি পর্যন্ত এর প্রতিবাদ করে নাই যা করেছে তা তাদের মত দলের কাছ থেকে সাধারন মানুষ আশা করে নাই। মূল কথা হচ্ছে কেউ কোন দিন এই দেশের সরকার গুলার খুঁটিতে ভালো মত আগাত করতে পারে নাই তাই এইসব অপকর্ম করে যাচ্ছে সরকারে।
আরেকটা প্রবাদ আছে "যেই লাউ সেই কদু" জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর বলছে শিক্ষার্থী নয়, ভ্যাট দিবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন কথা হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি নিজের পকেট থেকে এই ভ্যাট দিবে? না কোন দিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজের পকেট থেকে ভ্যাটের টাকা দিবে না তারা এখন টিউশন ফি বা ক্রেডিটের দাম বৃদ্ধি করে দিবে।
৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে যেই সব ছাত্রছাত্রীরা আন্দোলন করতেছে তাদের সবাই মোটামুটি এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়য়ে ভর্তি হয়েছে। কিন্তু তাদের উপর যারা হামলা করতেছে তারা বেশির ভাগ এসএসসি পাশ। তাদের কি একটুও চিন্তা হয় না এরা আগামী দিনে হয়তো দেশকে নেতৃত্ব দিবে। আর এরা কেউ আমাদের ছোট ভাই বা ছোট বোনের মত বা আমাদের সন্তানের মত। তারা কি চিন্তা করে না এদের অভিভাবকেরা টাকার মেশিন না যে টাকার অংক দিলাম আর সাথে সাথে টাকা বাহির হয়ে আসল। যাদের কথা বলতেছি তারা হচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনীর লোকেরা। না এই বাহিনীর লোকদের মধ্যে মনুষ্যত্ব বলতে এখন আর কিছুই বাকি নাই এরা প্রায় সব বিলিয়ে দিয়েছে সরকারের দালালী করতে করতে।
এখন আরেকটা কথা বলতে হচ্ছে বর্তমান সরকার এই দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি চায় না। যার প্রমান দেশের মধ্যে বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সরকারি কলেজের শিক্ষকরা তাদের বেতনের জন্য আন্দোলন করতেছে। কিন্তু সরকার এই সমস্যা সমাধানের কোন ব্যবস্থা নিচ্ছে না। নিবে কীভাবে সরকার আছে নিজের পকেট গরম করার চিন্তায়। তার উপরে অর্থমন্ত্রী বলে ‘শিক্ষকদের জ্ঞানের অভাব রয়েছে’। এই হচ্ছে এই দেশের জ্ঞানী অর্থমন্ত্রীর অবস্থা।
বিষয়: বিবিধ
১০৬২ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বেসরকারী বিশ্ব বিদ্যালয়ের পোলাপানেরা যতই কাব যাব করুক কাজের কাজ কিছুই হবে না ।
পারলে অর্থমন্ত্রীর সাথে বাটপারী করে আসুক ।
বুয়েটের পোলাপান মামের বোতলে রক্ত ভরে কাহিনী বানাতে চেয়েছিল । পরিনতিতে ৬ মাস পিছিয়ে গেছে কুয়েট, চুয়েট, ডুয়েট , রুয়েট থেকে ।
মাথার মগজ যখন গোবরে পরিনত হয় তখন এসব কাজ করতে খুব এক্সাইটেড লাগে ।
এই পোষ্ট এর ইংরেজি কবিতাটি।
মন্তব্য করতে লগইন করুন