আর কয় দিন এই সব ফালতু আলাপ শুনতে হবে?

লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ১২ আগস্ট, ২০১৫, ১০:৩২:৩০ রাত

আওয়ামীলীগঃ

কোন মঞ্চে শেখ হাসিনা বলে শেখ মুজিব দেশের এই ছিঁড়তে চেয়েছে। কিন্তু বাস্তবে তার দারে কাছেও নাই।

কোন মঞ্চে শেখ হাসিনার চামচা মানে বিশেষ কিছু পাগল বলে শেখ হাসিনার হাতে দেশ থাকলে দেশ উন্নয়নের বাল ছিঁড়ে আটি বাঁধবে।

কোন মঞ্চে বলে আমরা সংখ্যা লঘুদেরকে নিরাপত্তা দিয়েছি দেখায় যায় আওয়ামীলীগই সংখ্যা লঘুদের বাড়ি ঘর দখল ভাংচুর করে।

কোন মঞ্চে বলে আমরা স্বাধীনতার শক্তি বাস্তবে দেখায় যায় সব রাজাকার আওয়ামীলীগ করে।

কোন মঞ্চে বলে আমরা দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করেছি বাস্তবে দেখায় প্রশ্নের ফাসের ছড়াছড়ি।

কোন মঞ্চে বলে জিয়া রাজাকার ছিল বাস্তবে দেখায় শেখ মুজিব তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করে।

বিএনপিঃ

আওয়ামীলীগকে ক্ষমতা থেকে ঈদের পরে অপসারণ করা হবে দেখা যায় কোন ঈদ সেটাই বলে না। তবে নতুন করে শুরু করেছে পূজার পরে আন্দোলন হবে তবে কোন পূজা তাও বলে নাই।

কোন মঞ্চে তারেক জিয়া কয়েক দিন পর পর নতুন নতুন সংবাদ প্রচার করে কিন্তু বাস্তবে দেখা যায় লন্ডনে আরাম আয়েশের দিন কাটাচ্ছে।

কোন মঞ্চে বিএনপির নেতারা বলে বেগম জিয়ার সাথে এই বার আন্দোলনে নামা হবে খুঁজ নিয়ে দেখা যায় হরতালের দিনে বাসায় বউয়ের হাতের বিরিয়ানি খায়।

কোন মঞ্চে বিএনপির নেতা বলে গ্যাস বিদ্যুতের দাম বাড়ালে পরিনাম হবে ভয়াবহ বাস্তবে কিছুই করে না।

উপরের কথা গুলা খুব সংক্ষেপে বললাম বাস্তবে এরা এরচেয়েও ভয়ঙ্কর রুপে কথা বলে। এরা আছে কেউ বাপের চামচামিতে কেউ স্বামীর চামচামিতে। কবে যেই এই সব থেকে এই জাতি মুক্তি পাবে আল্লাহ ভালো জানে।

বিষয়: রাজনীতি

১০৫৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335523
১২ আগস্ট ২০১৫ রাত ১০:৫৪
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
335560
১৩ আগস্ট ২০১৫ সকাল ০৭:৩৮
রক্তলাল লিখেছেন : আপনিত দুই পক্ষকে খুশী করতে দুই পক্ষের বদনাম করে দুই দিকের শত্রু হলেন।

১৪ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:০৭
277717
মাজহারুল ইসলাম লিখেছেন : এদের বন্ধু হওয়ার চেয়ে শত্রু হওয়া অনেক ভালো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File