এই দেশে ধর্ম থাকলে থাকবে আওয়ামী ধর্ম বা নাস্তিক ধর্ম।

লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ০৯ আগস্ট, ২০১৫, ০৭:৪৬:৪৭ সন্ধ্যা

আমার দেশ, দিগন্ত টিভি, চ্যানেল ওয়ান, টুডে ব্লগ এবং ইসলামিক টিভি এই সব থেকে আওয়ামী ধর্মীয় লোকদের সমস্ত পাপের বিবরন প্রকাশ এবং প্রচারের কারনে এই সব মিডিয়া সরকার বন্ধ করে দিয়েছে।

আপর দিকে ধর্মকারী ওয়েব সাইট, মূত্র-মনা ব্লগ, আমার ব্লগ, নাগরিক ব্লগ সহ নাস্তিকদের সব ব্লগ সাইট থেকে প্রতিনিয়ত ইসলাম সহ প্রায় সব ধর্ম নিয়ে যখন অশ্লীল মন্তব্য, কার্টুন এবং বিভিন্ন ধর্মের নানা বিষয় নিয়ে খারাপ খারাপ ছবি প্রকাশ করা হয়। এতে সরকারের কোন সমস্যা হচ্ছে না কারন সরকার বা আওয়ামীলীগ চাচ্ছে এই বাংলাদেশে শুধু তাদের ধর্ম এবং নাস্তিক ধর্মই থাকবে। উল্লেখ্য এই ধর্মকারী ওয়েব সাইটাই মূলত বাংলাদেশের নাস্তিকদের প্রমোট করে যাচ্ছে প্রতি নিয়ত।

সারা জীবন শুনে আসলাম নাস্তিক মানে যে সৃষ্টি কর্তায় বিশ্বাস করে না তাকে নাস্তিক বলে। অপরদিকে বাংলাদেশের নাস্তিকদের কাজ হচ্ছে প্রতিনিয়ত ইসলাম নিয়ে সমালোচনা করে যাওয়া। তার মানে বুঝা যাচ্ছে বাংলাদেশের সব নাস্তিক হচ্ছে হিন্দু বা অন্য কোন ধর্মে বিশ্বাস কারি।

শেষ কথা হচ্ছে বাংলাদেশের সব নাস্তিকদের প্রমোট করে যাচ্ছে বর্তমান সরকার। বিশ্বাস হচ্ছে না? এক বার চিন্তা করেন শেখ হাসিনার দেশে কেউ কি কোন দিন পারবে এই ভাবে শাহ্‌বাগে আন্দলন করে যেতে? আশা করি উত্তর পেয়ে যাবে।

বিষয়: রাজনীতি

১১৫৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334756
০৯ আগস্ট ২০১৫ রাত ০৮:০০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সোভিয়েট ইউনিয়ন ও সব ধর্মকে উচ্ছেদ করতে চেয়েছিল। আজকে সোভিয়েট ইউনিয়ন ই উচ্ছেদ হয়ে গেছে।
১২ আগস্ট ২০১৫ রাত ১০:৩৭
277421
মাজহারুল ইসলাম লিখেছেন : হাসিনার পরিনাম সৌভিয়েতের চেয়েও ভয়াবহ হবে আসা করা যায়।
334762
০৯ আগস্ট ২০১৫ রাত ০৮:০৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সঠিক কথন.. ধন্যবাদ
১২ আগস্ট ২০১৫ রাত ১০:৩৭
277422
মাজহারুল ইসলাম লিখেছেন : জাজাকাল্লাহ
334775
০৯ আগস্ট ২০১৫ রাত ০৮:২৫
১২ আগস্ট ২০১৫ রাত ১০:৩৮
277423
মাজহারুল ইসলাম লিখেছেন : Happy Happy Happy
334782
০৯ আগস্ট ২০১৫ রাত ০৮:৫৩
নাবিক লিখেছেন : দারুণ বলেছেন
১২ আগস্ট ২০১৫ রাত ১০:৩৮
277424
মাজহারুল ইসলাম লিখেছেন : Applause Applause Applause
334809
০৯ আগস্ট ২০১৫ রাত ১১:২২
মাটিরলাঠি লিখেছেন :
ওরাই বানায়, ওরাই মারে, ওরাই ধরে, ওরাই করে বিচার। (Killing is a sin, but Killing at the right time is called Politics.)

১২ আগস্ট ২০১৫ রাত ১০:৩৮
277425
মাজহারুল ইসলাম লিখেছেন : ওরাই আওয়ামী নাস্তিক লীগ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File