ভারতীয়রা সব কিছুই পারে!!!
লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ৩০ জুলাই, ২০১৫, ০২:৫২:০৫ দুপুর
২৭ জুলাই ২০১৫ তারিখে ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এপিজে আবদুল কালাম মারা গেছেন। এই জন্য ভারত ৭ দিনের শোক দিবস ঘোষণা দিয়েছে। ভারতীয় পরমাণু বিজ্ঞানী আবদুল কালাম এমন এক জন ব্যাক্তি ছিলেন যে শুধু মাত্র নামের মুসলমান। এই ছাড়া তার মধ্যে মুসলিমের আর কোন প্রমান মনে হয় ছিল না।
যাক তার এই সব নিয়ে কথা বলা আমার উদ্দেশ্যে নয়। আমি বলতে চাই ইয়াকুব মেমনকে নিয়ে। আজ সকালে ইয়াকুব মেমনের ফাঁসির রায় কার্যকর করে নাগপুর সেন্ট্রাল জেলে। যাকে ১৩ মার্চ ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণের অভিযোগে ফাঁসি দিয়েছে ভারত সরকার। ইয়াকুব মেমন ২১ বছর পর্যন্ত জেলে ছিলেন। ইয়াকুব মেমনের শুধু দোষ একটাই সে মুসলমান এছাড়া আর কিছুই না।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গাঁধী হত্যা কাণ্ডে দোষী সাব্যস্ত তিন জনের ফাঁসি হবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। তিন জনের ফাঁসির আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে অন্তিম আবেদন জানিয়েছিল কেন্দ্র। বুধবার সেই আর্জি খারিজ করে শীর্ষ আদালত তিন জনের যাবজ্জীবন বহাল রেখেছে। (আনন্দবাজার)
ইয়াকুব মেমনের জন্য ভারতের অনেক বিশিষ্ট ব্যাক্তি বলেছে তাকে যাবজ্জীবন রায় দেওয়ার জন্য। কিন্তু ভারত সরকার তা করে নাই বিশেষ করে বিজেপি করতে দেয় নাই। কারন ইয়াকুব মেমন মুসলমান তাই তাকে ফাঁসি দেওয়া হয়েছে। ইয়াকুব মেমনের ফাঁসি হওয়াতে ৭ দিনের শোক ভুলে মুম্বাই শহরে চলে এখন আনন্দ উৎসব।
ভারতের হিন্দদের জন্য সব সুযোগ সুবিধা দেওয়া যাবে কিন্তু মুসলমানদের জন্য তার কিছুই নাই। ঠিক আমাদের দেশেও একই রকম হিন্দুদের জন্য সাত খুন মাফ কিন্তু মুসলমানদের সময় কোন প্রকার মাফ নাই।
বিষয়: রাজনীতি
১০৭৩ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন