কবে আসবে বাংলাদেশে নারীর সঠিক অধিকার?

লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ০১ জুলাই, ২০১৫, ০৪:৫৩:৫৬ বিকাল

দুই নারীর ক্ষমতার দখলে আছে বাংলাদেশ এবং অতীতে ছিল। কিন্তু আজো বাংলাদেশ নারীর সঠিক ক্ষমতা দিতে পারে নাই এবং পারবেও না। কারন এরা চায় নারীকে পণ্যের মত ব্যবহার করতে। কারন তারা নিজেরাই সমাজ এবং দেশের কাছে পণ্যের মত। কথায় আছে নারী নারী ভালো দেখতে পারে না। ঠিক হাসিনা, খালেদা এবং রওশন এরা নিজেরা দেশের মানুষের কাছে এক ধরনের আবর্জনার মত। তাই এরা চায় যেই করেই হোক এই দেশের নারীদেরকে পণ্য বানিয়ে রাখতে। আর এদেরকে সাহায্য করে যাচ্ছে পশ্চিমা বিশ্ব এবং তাদের বন্ধু রাষ্ট্র গুলা। আর এদের এজেন্ট হয়ে কাজ করতেছে আমাদের দেশের হাজার হাজার এনজিও কর্মী, মিডিয়া কর্মী এবং সাংবাদিকরা। তারা হাজার হাজার ডলার দিচ্ছে এদেরকে এই সব কাজ করার জন্য।

এই নারীকে পণ্য বানানোর জন্য বাংলাদেশে সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে সংস্কৃতির মাধ্যমে যা বাংলাদেশের সফল ভাবে কাজ করেছে। ভারতীয় এবং পশ্চিমা সংস্কৃতির আগ্রাসনে বর্তমানে আমাদের দেশের সংস্কৃতি আজ প্রায় হারিয়ে গিয়েছে। আবার আমাদের সংস্কৃতি যে ভালো তাও বলা যায় না।

নারীকে যদি তার ক্ষমতা যদি দিতেই হয় তাহলে ইসলাম যেই ভাবে দিয়েছে ঠিক ঐ ভাবে নারীকে তার ক্ষমতা দিয়ে দাও। দেখবে আর কোন নারী তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে না আর হবেও না। তবে তার আগে প্রয়োজন দেশে ইসলামী আইন বাস্তবায়ন করার।

মূল কথা হচ্ছে আমাদের দেশের এই সব দালালদের সমস্যা হচ্ছে ইসলাম। ইসলাম নারীকে পর্দা করে চলতে বলেছে, ইসলাম নারীকে অবাধে মেলামেশা করতে নিষেধ করেছে। এইসব কিছু তারা মেনে নিতে পারে না। কারন তারা আগেই নিজেরা ধ্বংস হয়ে গিয়েছে। তাই এখন এরা কাউকে ভালো কিছু করতে দেয় না বা করতে দেখলে তাদের শরীরে আগুন জ্বলে উঠে।

বিষয়: বিবিধ

৮১১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328185
০১ জুলাই ২০১৫ বিকাল ০৫:০০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : হুম কথা সত্য। ইসলাম মানলে অনেক শৃঙ্খলার ভিতর থাকতে হয় অনেক কিছু পরিত্যাগ করতে হয়। মূল সমস্যা তো এখানেই
০২ জুলাই ২০১৫ রাত ০৯:৩৯
270643
মাজহারুল ইসলাম লিখেছেন : জি ভাই মূল সমস্যা হচ্ছে আমরা ইসলামের কথা শুনলে তাদের চুলকানি আসে।
328196
০১ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:০৪
হতভাগা লিখেছেন : নারীরা নিজেরা কি চায় ইসলামী আইনে তাদের প্রাপ্য দেওয়া হোক ? ইসলামের বিপরীতে গিয়ে এমন বেশ কয়েকটা আইন বানানো হয়েছে যার বেনিফিশিয়ারী শুধু নারীরাই ।

তারা কি কোটা প্রথা থেকে বের হয়ে আসতে চাইবে ?
০২ জুলাই ২০১৫ রাত ০৯:৪২
270644
মাজহারুল ইসলাম লিখেছেন : সব নারীরা চায় না তাদের ন্যায্য অধিকার তবে ইসলাম পন্থী নারীরা চায় তাদের ন্যায্য অধিকার।
328244
০১ জুলাই ২০১৫ রাত ১১:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সমস্যাটা হচ্ছে নারিদের ইসলামে তাদের প্রাপ্য ও অধিকার সম্পর্কে সচেতন করে তুলতে আমরা পারিনি। বরং এখনও কিছু তথাকথিত আলেম নারিদের মসজিদে যাওয়া নিষিদ্ধ করার চেষ্টায় আছেন!
০২ জুলাই ২০১৫ রাত ০৯:৪৩
270645
মাজহারুল ইসলাম লিখেছেন : তারা আলেম না তারা জালেম এরা আসলে ইসলামের প্রচারের চেয়ে ইসলামের অপপ্রচার বেশি করে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File