পত্রিকা নাকি নাপাক কাগজ?

লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ১১ জুন, ২০১৫, ১০:২৯:১৯ রাত

বাংলাদেশের প্রিন্ট মিডিয়ার মধ্যে সব চেয়ে বড় ইসলাম বিদ্বেষী হচ্ছে প্রথম আলু। গতকালের প্রথম আলুর একটা সংবাদের শিরোনাম এ কেমন প্রশ্ন!

‘ফারিযা আইডিয়াল স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী। সে পোশাক পরিচ্ছদ ও চলাফেরায় অতি আধুনিকতার ছাপ ফুটিয়ে তুলতে চেষ্টা করে। স্কুলে ও কোচিং এ যাওয়ার সময় এলাকার বখাটে ছেলেরা তার পিছু নেয়। বাধ্য হয়ে তার মা নিজে বা অন্য কারও সঙ্গে কোচিংয়ে পাঠান। ধর্মীয় শিক্ষক শারমিন আপা বললেন, নারী-পুরুষ শালীনতার সঙ্গে চললে এবং শালীন পোশাক পড়লে অনেক অঘটন থেকে রক্ষা পাওয়া যায়।’

এই বার প্রথম আলোতে করা সাধারন মানুষের পক্ষে এবং বিপক্ষে করা কিছু মন্তব্য সংক্ষেপে তুলে ধরলামঃ-

Md. Shafiqur Rahman

প্রশ্নপত্রটা ইসলাম ধর্ম বিষয় এর উপর্। বাংলা বা ইতিহাস এর উপর নয়। এখানে ইসলাম এর শিক্ষা বিধি নিষেধ সম্পর্কিত প্রশ্ন থাকাটাই সাভাবিক।

Mike Rundle

মৌলবাদমুক্ত শিক্ষা চাই ।

S. M. Hamidul Islam

খুব ভাল প্রশ্ন হয়েছে। আমাদের মানবাধিকার(?) নেত্রীরা সমস্যার মূলে প্রবেশ না করে সমাধান করতে চায়। রুচিহীন পোশাক ও যৌন হয়রানীর কারন তা তারা স্বীকার করতে চায় না। আমি প্রশ্ন কারীকে ধন্যবাদ জানাই।

sadat hossin

প্রশ্নপত্রে এমন প্রশ্ন করা নিয়ে বিতর্ক উঠতেই পারে! তবে এটা ঠিক সবাইকে (ছেলে-মেয়ে) অবশ্যই শালীন পোশাক পরা উচিত। এতে অনেক উটকো ঝামেলা থেকে বাঁচা যায়।

A.Haque

৭ম শ্রেণীর ছাত্রীর পোশাক নিয়ে যারা শালীনতার প্রশ্ন তুলছে নিশ্চিত তাদের মানুসিকতা/দৃষ্টিভঙ্গিতে সমস্যা আছে । এনাদের মানুসিকতা/দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়া জরুরী । এদেরই কেউবা অঘটন গুলি ঘটাচ্ছে ।

Rashedul Haider

আমি ৫ থেকে ৬ বার প্রশ্নটি পড়লাম, কই কোন সমস্যা চোখে পরলোনা!!! আমরা কোথাই যাচ্ছি? শালীনতার ডেফিনেশন কি তাহলে পরিবর্তন হয়ে গেলো.?

Rafiqul Islam

শালীনতার ডেফিনেশন এখন পরিবর্তন হয়ে গেছে ভাই !! ইদানীং মেয়েদের দেখি মাথায় হিজাব পরে, কিন্তু শরীর বা গা ঢাকার প্রয়োজনবোধ করেনা । এটা কি ধরণের শালীনতা কেউ কি বলতে পারেন ???

A.Haque

নারীর পোশাক যদি অঘটনের জন্য দায়ী হতো তাহলে দেশের পার্বত্য অঞ্চলে মিনিটে মিনিটে আদিবাসী নারী ধর্ষিত হতো । কিন্তু সেরকম অঘটন সেখানে নাই । 'ধর্ষণ' শব্দটিই ওদের অভিধানে নাই । মধ্যপ্রাচ্যে নারীরা শালীন পোশাক পরে ? কিন্তু সেখানেই ধর্ষণের হার সবচেয়ে বেশী ।

Rumi

"তবে সপ্তম শ্রেণির জন্য এ প্রশ্নপত্র না করে নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য করা হলে ভালো হতো।’"" ছোট বেলায় না শেখালে শিখবে কখন? মরার পর?

M.A.Kader

নারীর পোষাক নিয়ে কথা উঠলে যিনি সেই কথাটি তুলেছেন তার জাত নিয়া টানাহেচড়া শুরু করি। কিন্তু আমরা ভুলে যাই নারীর যৌন হয়রানি কমানোর জন্য এটা আংশিক কার্যকর পদ্ধতি, বাকীটুকু হলো নারী পুরুষ উভয়ের যথপোযুক্ত নৈতিক শিক্ষা। এই দুটোর একসাথে প্রয়োগ ছাড়া বর্তমান যৌন বিশৃংখলা কোনভাবেই দূর করা সম্ভব নয়। যারা ভাবছেন, দ্বিতীয় ব্যাপারটিকে একপাশে রেখে নারীকে অর্ধউলংগ করে নারী স্বাধীনতা অর্জন করবেন তারা রাতে বাসায় ফিরে মাথা বরফ দিয়ে ঠান্ডা করে দয়া করে নিরপেক্ষ মন নিয়ে চিন্তা করে দেখবেন। তবে নারী স্বাধীনতার মডেল যদি ইউরোপ আর আমেরিকা হয় তবে আমার আর কিছু বলার নাই।

Hasan

এখন আমি চিন্তা করছি আমার ডুই মেয়েকেই তাডের সকুল চেনজ করে রাজধানীর খিলগাঁওয়ে ন্যাশনাল আইডিয়াল স্কুলেই ডিব , এত লিসট ভাল কিছু শিখবে। যদিও স্কুলটির প্রধান শিক্ষক প্রশ্ন প্রম্তুতকারী শিক্ষককে অযোগ্য বলেছেন।

Aminul Islam Aminul Islam

জনাব A.Haque নিজেকে পন্ডিত ভাববেন না । শিয়াল সবসময় চায় মুরগীর স্বাধীনতা যাতে সহজেই গলদকরন করা যায়। ৭ম শ্রেণীর ছাত্রীর বয়স ১২ থেকে ১৪ বছর হয়ে থাকে। আর এই বয়সেই অধিকাংশ মেয়েরা ভুল পথে পা বাড়ায়। তাদেরকে সঠিক পথ দেখানো সকলের দায়িত্ব।

বাংলাদেশের দুই জন প্রধানমন্ত্রী ছিলেন মহিলা বর্তমান বিরোধী দল নেত্রী মহিলা এরপরেও নারীদের প্রকৃত অধিকার আদায় করতে পারে নাই আর পারবেও না। ততক্ষণ পর্যন্ত আদায় করা যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসুলের পথে এই জাতি চলবে না।

বিষয়: বিবিধ

১০৬৪ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

325241
১১ জুন ২০১৫ রাত ১০:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এ কেমন রিপোর্ট আলু কচুর!!
এই টি হওয়া উচিত আসল কথা।
১১ জুন ২০১৫ রাত ১১:১৭
267320
মাজহারুল ইসলাম লিখেছেন : জি ভাইজান।
১২ জুন ২০১৫ রাত ১২:৪২
267331
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ঐ পত্রিকার নাম তো পচা আলু..
325242
১১ জুন ২০১৫ রাত ১১:০২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আলু বলে কথা
১১ জুন ২০১৫ রাত ১১:১৮
267321
মাজহারুল ইসলাম লিখেছেন : Thinking
325257
১২ জুন ২০১৫ রাত ১২:৪৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : এটা দৈনিক পচা আলু.. কেউ কেউ আবার নাস্তিকের আলোও বলে। ধন্যবাদ আপনাকে..
১২ জুন ২০১৫ সকাল ১১:৩৩
267374
মাজহারুল ইসলাম লিখেছেন : জাজাকাল্লাহু খাইরান।
325262
১২ জুন ২০১৫ রাত ১২:৫৮
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো
১২ জুন ২০১৫ সকাল ১১:৩৪
267375
মাজহারুল ইসলাম লিখেছেন : জাজাকাল্লা
325289
১২ জুন ২০১৫ রাত ০১:৫৯
আবু জান্নাত লিখেছেন : ইসলাম ধ্বংশে যে সকল মিশণ কাজ করছে, তন্মধ্যে প্রথম আলুই প্রধান।
১২ জুন ২০১৫ সকাল ১১:৩৪
267376
মাজহারুল ইসলাম লিখেছেন : আসসালামু আলাইকুম, জি ভাইজান।
325303
১২ জুন ২০১৫ রাত ০২:৩২
এ,এস,ওসমান লিখেছেন : ভাই প্রথম আলু সবসময় ভাল কিছুকে পচা আলুর মত পোষ্ট করতে ভালবাসে।
১২ জুন ২০১৫ সকাল ১১:৩৫
267377
মাজহারুল ইসলাম লিখেছেন : এটাই তাদের চরিত্র।
325342
১২ জুন ২০১৫ সকাল ১১:৩৮
ছালসাবিল লিখেছেন : কচু আলু! Smug
১২ জুন ২০১৫ সকাল ১১:৫৯
267383
মাজহারুল ইসলাম লিখেছেন : আরে কচু আর আলু হালাল জিনিস Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File