ভুমিকম্পের সময় প্রাথমিক করনীয়।

লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ১২ মে, ২০১৫, ০৮:১১:৫৮ রাত

বর্তমানে ভুমিকম্প প্রায়শই দেখা দিচ্ছে। কিন্তু আমরা অনেকেই জানি না আমাদের কি করতে হবে। ফলে আমরা অনেক সময় ভুল করে থাকি এতে করে বিপদের সম্ভাবনা আরও বেশি দেখা দিতে পারে।

একজন মুসলিম হিসেবে প্রথমে আজান দিতে পারেন।

মুসা আলাইহিস সালাম যখন ভুমিকম্পে পতিত হলেন তখন নিম্নের দোয়া পাঠ করেছিলেন। আন্তা ওয়ালিয়্যুনা ফাগফিরলানা ওয়ার হাম্না , ওয়া আন্তা খইরুল গফিরিন।

অর্থ – “হে প্রভু! তুমি চাইলে আগেই এদেরকে ও আমাকে ধ্বংস করে দিতে পারতে। আমাদের মধ্য থেকে কিছু নির্বোধ লোক যে অপরাধ করেছিল সেজন্য কি তুমি আমাদের সবাইকে ধ্বংস করে দেবে? এটি তো ছিল তোমার পক্ষ থেকে একটি পরীক্ষা, এর মাধ্যমে তুমি যাকে চাও পথভ্রষ্ট করো আবার যাকে চাও হেদায়াত দান করো। তুমিই তো আমাদের অভিভাবক। কাজেই আমাদের মাফ করে দাও এবং আমাদের প্রতি অনুগ্রহ করো। ক্ষমাশীলদের মধ্যে তুমিই শ্রেষ্ঠ।

[ সূরা আরাফঃ আয়াত ১৫৫]

ঘরের মধ্যে থাকলে যা করতে হবেঃ-

ঘরের মধ্যেই থাকতে হবে।

শক্ত কোন আসবাবপত্রে আশ্রয় নিতে হবে।

মাথায় হেলমেট পরতে হবে।

যেই আসবাবপত্রে আশ্রয় নিবেন সেটা ভালভাবে ধরে রাখতে হবে যাতে এর সাথে আপনি থাকেন।

হুইল চেয়ারে থাকলে চাকা লক করে দিতে হবে।

ঘরের বাইরে থাকলে যা করতে হবেঃ

ঘরের বাইরেই থাকতে হবে।

বাড়িঘর থেকে দুরে ফাকা স্থানে অবস্থান নিন।

অনেক মানুষের ভিড় থাকলে ধিরে সুস্থে চলাচল করুন।

গাড়ির মধ্যে থাকলে যা করতে হবেঃ

রাস্তার পাশে ফাকা স্থানে গাড়ি নিয়ে যাবেন যাতে করে রাস্তা ব্লক না হয়। প্রয়োজনিয় জরুরি গাড়ি রাস্তা দিয়ে সহজে চলাচল করতে পারে। সকল প্রকার কাঠামো থেকে দুরে থাকুন যেমন- ব্রিজ, টানেল, বাড়িঘর ইত্যাদি গাড়ির ভেতরে অবস্থান করুন এবং রেডিও শুনুন বাসের মধ্যে থাকলে বাস না থামা পর্যন্ত নিজের জায়গায় স্থির থাকুন।

আর সব সময় আল্লাহকে স্মরণ করেন কারন সকল মানুষের জন্ম এবং মৃত্যু আল্লাহর হাতে।

বিষয়: বিবিধ

১০৬৫ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319639
১২ মে ২০১৫ রাত ০৯:৪৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ পরামর্শের জন্য
১২ মে ২০১৫ রাত ১০:১০
260753
মাজহারুল ইসলাম লিখেছেন : জাজাকাল্লাহু খাইরান।
319654
১২ মে ২০১৫ রাত ১০:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : জুরুরি পোস্টটির জন্য অনেক ধন্যবাদ।
১২ মে ২০১৫ রাত ১১:৪৬
260764
মাজহারুল ইসলাম লিখেছেন : জাজাকাল্লাহু খাইরান।
319689
১৩ মে ২০১৫ রাত ০১:৪৮
শেখের পোলা লিখেছেন : বিষয়গুলি জানানোর জন্য ধন্যবাদ৷
319708
১৩ মে ২০১৫ সকাল ০৭:৪৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : অতি উত্তম পরামর্শদানের জন্য আপনার প্রতি অনেক অনেক দোয়া। আল্লাহ্‌ আপনাকে উত্তম জাযা দান করুন।
১৩ মে ২০১৫ সকাল ১০:৩৭
260823
মাজহারুল ইসলাম লিখেছেন : আমীন
319904
১৪ মে ২০১৫ রাত ১২:১১
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : অনেকদিন হল ব্লগের বাইরে অাপনার লেখাটি খুব দরকারি একটা টপিক।
১৪ মে ২০১৫ দুপুর ০৩:৫১
261108
মাজহারুল ইসলাম লিখেছেন : জাজাকাল্লাহু খাইরান।
320192
১৫ মে ২০১৫ দুপুর ১২:০০
হতভাগা লিখেছেন : সুন্দর ও শিক্ষনীয় পোস্ট - মাশা আল্লাহ ।

আল্লাহ আমাদের এধরনের ভয়াবহ পরিস্থিতি থেকে সুরক্ষিত রাখুন - আমিন
১৫ মে ২০১৫ দুপুর ০২:২৪
261288
মাজহারুল ইসলাম লিখেছেন : ছুম্মা আমীন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File