মুহাম্মাদ মুরসিকে মৃত্যুদণ্ড দেয়া হতে পারে

লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ২০ এপ্রিল, ২০১৫, ১২:১৯:১৭ দুপুর

মিশরের ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিচারের রায় ঘোষণার কথা রয়েছে মঙ্গলবার। বিক্ষোভকারীদের হত্যার দায়ে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেয়া হতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যূত হওয়ার পর গত দু বছর পর এবারই প্রথম রায় ঘোষণা করতে চলেছে দেশটির আদালত।

মিশরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মুরসি এই মামলা ছাড়া অন্য দুটি মামলায় মৃত্যুদণ্ড পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মামলা দুটির একটির অভিযোগ হল, বিদেশি শক্তির চর হিসেবে কাজ করা। আর অন্যটির অভিযোগ ২০১১ সালে তৎকালীন প্রেসিডেন্ট হোসনি মোবারক বিরোধী আন্দোলনের সময় জেল থেকে পলায়ন। আগামী ১৬ মে এ দুটি মামলার রায় দেওয়ার কথা রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, মঙ্গলবার মুরসির বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায় দেয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেয়া যাচ্ছে না। কেননা বিচারকরা ইতিমধ্যে মুসলিম ব্রাদাহুডের কালো তালিকাভুক্ত নেতাদের বিরুদ্ধে কঠিন শাস্তি ঘোষণা করেছেন।

২০১৩ সালের ৩ জুলাই অব্যাহত বিক্ষোভের জের ধরে তৎকালীন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল সিসির হাতে ক্ষমতাচ্যূত হন প্রেসিডেন্ট মুরসি। তাকে ক্ষমতাচ্যূত করার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে মুরসি সমর্থকরা। তখন নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৪শ’র বেশি মানুষ নিহত হয়েছিল। কারাবন্দি করা হয়েছিল আরো হাজার হাজার মানুষকে।

দ্রুত বিচারের মাধ্যমে ইতিমধ্যে শত শত মুরসি সমর্থককে মৃত্যুদণ্ড দিয়েছে মিশরের আদালত। এ ঘটনাকে ‘নজিরবিহীন’ বলে আখ্যা দিয়েছে জাতিসংঘ।

বাংলা মেইল

বাংলাদেশের মত মিশরেও এক পুরুষ হাসিনা আছে যার নাম ফাত্তাহ আল সিসি। হাসিনা হচ্ছে ভারতীয় "র" এর দালাল আর ফাত্তাহ আল সিসি হচ্ছে ইসরাইলের দালাল।

হে আল্লাহ বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশের ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে তুমি রক্ষা করো, আমীন।

বিষয়: আন্তর্জাতিক

৮৪৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

316034
২০ এপ্রিল ২০১৫ রাত ০৮:০৯
শেখের পোলা লিখেছেন : অত্যাচারী তাগুতী শক্তির জেল অপেক্ষা শহীদ হওয়া অনেক ভাল৷ আল্লাহ জলুমের অবসান করুক ও জুলুম শাহী খতম হোক৷
২১ এপ্রিল ২০১৫ সকাল ১০:২৯
257194
মাজহারুল ইসলাম লিখেছেন : আমীন
316250
২২ এপ্রিল ২০১৫ সকাল ১১:৫৪
হতভাগা লিখেছেন : সি সির কাজে সবাই ছিঃ ছিঃ করবে
২২ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:০৭
257354
মাজহারুল ইসলাম লিখেছেন : জি ভাইজান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File