ব্লগে আসা বিরক্তিকর এড বন্ধ করে নেন।
লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ১৬ এপ্রিল, ২০১৫, ০৯:৪৪:২৮ সকাল
আসসালামু আলাইকুম,
ব্লগে আসা বিরক্তিকর অ্যাড বন্ধ করে নেন। ইন্টারনেটের প্রায় সমস্ত সাইটে এখন এইসব অ্যাড দিয়ে থাকে সাইট কর্তৃপক্ষ। সব সময় ভালো অ্যাড আসে না কোন কোন সময় অনেক খারাপ অ্যাড আসে যা নিজের কাছেই বিরক্ত লাগে।
যারা এখনো বুঝেন নাই নিচের ছবি থেকে দেখে নেন।
এতক্ষনে নিশ্চয়ই বুঝে গেছে আমি কি বলতে চেয়েছি। এবার আসুন কিভাবে এই সব ঝামেলা দূর করবেন। আমি গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্স দিয়ে দেখাবো।
গুগল ক্রোমঃ-
লিংক থেকে গুগল ক্রোম Extensions আপনার ব্রাউজারে এড করে নেনে। তারপর ব্রাউজার রিস্টার্ট করে ব্যবহার করেন আশা করি আর কোন অ্যাড আসবে না।
Google Chrome Extensions
ফায়ারফক্সঃ লিংক থেকে ফায়ারফক্স Addons এড করে নেনে আর কিছুই করতে হবে না।
Addons Link
এই দুই ব্রাউজার ছারাও আরো কিছু ব্রাউজারে গুগল ক্রোম Extensions কাজ করে থাকে।
ব্লগ ছারাও অন্য সব সাইটে আর কোন এড আসবে না।
বিষয়: বিবিধ
১৩২১ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই আশা কি সেই আসা ?
কিচ্ছু করার নাই । দেখতে না চাইলে এটা ব্যবহার করতে পারেন
সঠিক শব্দ এডিট করে ঠিক করে দিলাম।
ব্লগআসা কি কোন শব্দ ?
মন্তব্য করতে লগইন করুন