রাষ্ট্রপতি প্রাণভিক্ষা দেওয়ার কে : কামারুজ্জামান
লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ১১ এপ্রিল, ২০১৫, ০৬:২০:৩০ সন্ধ্যা
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান ভাই বলেছেন, রাষ্ট্রপতি প্রাণভিক্ষা দেওয়ার কে? তার কাছে প্রাণভিক্ষা চাইব না। প্রাণভিক্ষা দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর কাছেই প্রাণভিক্ষা চাইব।
শনিবার বিকেলে তার পরিবারের সদস্যরা সাক্ষাত করতে গেলে তিনি তাদের কাছে এসব কথা বলেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন কামারুজ্জামান ভাইয়ের বড় ছেলে হাসান ইকবাল ওয়ামী।
শীর্ষ নিউজ ডটকম
হয়তো আজ রাতেই হারাবো প্রিয় এই নেতাকে।
তিনিই প্রথমবার সৃষ্টি করেন আবার তিনিই দ্বিতীয় বার সৃষ্টি করবেন। তিনি ক্ষমাশীল, প্রেমময়, আরশের মালিক, শ্রেষ্ঠ-সম্মানিত এবং তিনি যা চান তাই করেন।
আল বুরূজঃ ১৩-১৬
তোমরা যেখানেই থাক তিনি তোমাদের সাথে আছেন। তোমরা যা করছো আল্লাহ তা দেখছেন। আসমান ও যমীনের নিরংকুশ সার্বভৌম মালিকানা একমাত্র তাঁরই। সব ব্যাপারের ফায়সালার জন্য তাঁর কাছেই ফিরে যেতে হয়।
আল হাদীদঃ ৫
এরা কি দেখে না আমি এ ভূখণ্ডের ওপর এগিয়ে চলছি এবং এর গণ্ডী চতুরদিক থেকে সংকুচিত করে আনছি? আল্লাহ রাজত্ব করছেন, তাঁর সিদ্ধান্ত পুনরবিবেচনা করার কেউ নেই এবং তাঁর হিসেব নিতে একটুও দেরী হয় না।
আর্ রাদঃ ৪১
বিষয়: রাজনীতি
৮৬৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রাষ্ট্রপতি প্রাণভিক্ষা দেওয়ার কে : কামারুজ্জামান
আল্লাহ উনার ঈমানের পরীক্ষা নিলেন হয়তো।
ইয়া-সীনঃ ২৬
Absolutely
মন্তব্য করতে লগইন করুন