আইএস জঙ্গি সংগঠন বিশ্বাস করলাম!!!!!

লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ২৮ সেপ্টেম্বর, ২০১৪, ০২:৪৭:২৮ দুপুর

আমার কয়েকটা কথা

আইএস জঙ্গি কার কাছ থেকে অস্ত্র কিনে?

আইএস জঙ্গিদের অস্ত্র কিনার অর্থ কারা দিতেছে?

আইএস জঙ্গিরা কেন শুধু মার্কিনীদের বিরোদ্ধে যুদ্ধ করে?

মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্র ব্যবসায় প্রথম হয় কীভাবে?

মার্কিন যুক্তরাষ্ট্রর কার কাছে অস্ত্র বিক্রি করে?

উপরের সব প্রশ্নের উত্তর খুঁজলে দেখা যাবে আইএস জঙ্গি তৈরির মূল ভুমিকা মার্কিনীদের।

আমার মনে হচ্ছে যুক্তরাষ্ট্র আগামী কয়েক বছরের মধ্যে বড় ধরনের অর্থনৈতিক ঝুকিতে পড়বে। এই অর্থনৈতিক ঝুকি মোকাবেলার জন্য নিজেরা আইএস সৃষ্টি করে ভিবিন্ন দেশের কাছ থেকে এবং বেয়াদব সংঘ থেকে টাকা নেওয়ার জন্য এই সব করে। তখন আইএস ধমনের নামে বিভিন্ন দেশের কাছে অস্ত্র বেঁচে হাজার হাজার মার্কিন ডলার ঘরে তুলবে। এরা এক সময় তালেবান সৃষ্টি করেছে এরা এখন আইএস সৃষ্টি করেছে আর এদের মূল টার্গেট হচ্ছে কাটা দিয়ে কাটা তোলা মানে মুসলিম দিয়ে মুসলিমদের হত্যা করা।

বিষয়: রাজনীতি

৯৯৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

269539
২৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৫৭
মামুন লিখেছেন : ধন্যবাদ।
সহমত আপনার সাথে।
শুভেচ্ছা রইলো। Rose Rose Good Luck
২৮ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:০৮
213452
মাজহারুল ইসলাম লিখেছেন : Rose Rose Rose
269555
২৮ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৬
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
269580
২৮ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
পদ্ম পাতা লিখেছেন : লাইক দেওন যায় কেমনে ? জানেন নি?
২৮ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
213506
মাজহারুল ইসলাম লিখেছেন : ব্লগে লাইক দেওয়া যায় না, লাইকের বদলে মতামত দেওয়া যায়।
269678
২৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:০৯
তিতুমীর লিখেছেন : অস্র : অস্ত্র
ঠিক করে নিন।

সারা পৃথিবীতে যদি কোনো যুদ্ধ না থাকে, তবে অস্ত্র ব্যাবসা চলবে কিভাবে? এত জনবল, সব তো বেকার হয়ে যাবে!
২৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:০৩
213648
মাজহারুল ইসলাম লিখেছেন : ঠিক করে নিলাম।

269930
২৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:২৯
শেখের পোলা লিখেছেন : ভাল কথা বলেছেেন৷ হতেও পারে৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File