ইনু মানুষের বাচ্চা নাকি অন্য কিছুর??

লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ২৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:৩১:০৭ দুপুর

বাংলার শত্রু শেষ মুজিবকে হযরত উসমান (রা.) এবং হযরত আলী (রা.) সাথে তুলনা করে কুত্তার বাচ্চা ইনু। আজ একটা অনুষ্ঠানে এই কথা বলে এই কুত্তার বাচ্চার বক্তব্য দেওয়া হল।

বঙ্গবন্ধুর মতো ইতিহাসের সব মহৎ ব্যক্তিদের নির্মমভাবে হত্যা হতে হয়েছে উল্লেখ করে ইনু বলেন, হযরত উসমান (রা.), হযরত আলী (রা.), ইমাম হোসাইন, সিরাজ-উদ-দৌলারা ইতিহাসের মহৎ ব্যক্তি ছিলেন। এরা স্বপক্ষের লোকদের হাতে নির্মমভাবে নিহত হয়েছেন। যাদের হত্যা করা হয়েছে, তারা জনগণের নন্দিত, ইতিহাসের নায়ক। আর যারা হত্যা করেছে তারা নিন্দিত বিশ্বাসঘাতক। বঙ্গবন্ধুকেও হত্যা করে বাংলার ইতিহাস হত্যা করা যাবে না।

এই কুত্তার বাচ্চা বর্তমানে দেশের সকল সমস্যার মূল এই কুত্তার মাথা থেকে সকল কুবুদ্ধি বাহির হয় যা পরবর্তীতে শেষ হাসিনা বাস্তবায়ন করে থাকে।

বিষয়: রাজনীতি

১২৩১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

268239
২৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১২
কাজী লোকমান হোসেন লিখেছেন : হু ইজ ইনু জাপানী কুত্তা দেখুন


268242
২৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১৪
268293
২৪ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : সে মানুষেরি বাচ্ছা সন্দেহ নেই, গালি দিবেন না!!!!! সে মানুষিক বিকারগ্রস্ত! আপনি গালি দিয়ে নোংরা হতে যাবেন কেন।
আর আমাদের গালাগালির সংস্কৃতি থেকে বেরিয়ে আসা উচিত।
আপনাকে ধন্যবাদ
২৪ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
212048
মাজহারুল ইসলাম লিখেছেন : ভাই গালি দিতে চাইনা কেন জানি চলে আসে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File