দেশের রাজনীতি এইবার মনে হয় জমবে!!!!!
লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ২০ সেপ্টেম্বর, ২০১৪, ০২:৫০:৪২ দুপুর
লন্ডনের প্রভাবশালী পত্রিকা ইকনোমিস্ট লিখেছে, জিয়া চ্যারিট্যাবল ট্রাস্ট মামলায় দোষী সাব্যস্ত হলে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর নারী বেগম খালেদা জিয়ার কারাদণ্ড হতে পারে। বিচারক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার দায়ের করা রিট সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়ায় প্রেক্ষাপটে এ আশঙ্কা ব্যক্ত করেছে পত্রিকাটি।
ইকনোমিস্টের মুদ্রণ সংস্করণে প্রকাশিত ‘পলিটিক্স ইন বাংলাদেশ : ওয়ান অ্যান্ড অনলি ওয়ান’ শিরোনামের একটি প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনটি আজ ২০ সেপ্টেম্বর পত্রিকাটির অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে।
পত্রিকাটি লিখেছে, সুপ্রিম কোর্টের রায়ের ফলে দেশটির সর্বোচ্চ ক্ষমতাধর নারী শেখ হাসিনার আধিপত্য আরো জোরদার হয়েছে।
ইকনোমিস্ট লিখেছে, সাম্প্রতিক নির্বাচন বয়কট করে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি। এ সময় তাকে গৃহবন্দী করা হয়। এছাড়া জামায়াতে ইসলামীকে নির্বাচন থেকে নিষিদ্ধ করা হয়। ফলে শেখ হাসিনার জয় সুনিশ্চিত হয়।
পত্রিকাটি আরো লিখেছে, শেখ হাসিনা সরকার তাদের ক্ষমতা চিরস্থায়ী স্থায়ী করতে আদালতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, মিডিয়া সমালোচকদের কণ্ঠরোধে নীতিমালা তৈরি অব্যাহত রেখেছে। সংসদে সরকারী দলের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। আর তাদের মিত্র সাবেক স্বৈরশাসক এরশাদের দল জাতীয় পার্টি অনুগত বিরোধী দল হিসেবেই আচরণ করছে।
প্রতিবেদনে বিএনপিরও সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। বলা হয়েছে আগামী সাধারণ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা ছাড়া বিএনপির তেমন কোনো উপায় নেই। বিএনপি কিভাবে লড়াইয়ে ফিরবে, সেটা আরও কিছুটা সময় অস্পষ্ট থাকবে।
ইকনোমিস্ট আরো লিখেছে, একটি গভীর ত্রুটিপূর্ণ নির্বাচন সত্ত্বেও পরিস্থিতি শেখ হাসিনার অনুকূলে। কোনো কার্যকর বিরোধী দল না থাকায় তার ওপর তেমন কোনো চাপ নেই। তবে তিনি যদি মনে করেন ২০১৯ সালের নির্বাচনে টানা তৃতীয়বার জয়ী হওয়ার সম্ভাবনা কম, তাহলে হয়তো তার শাসনকাল দীর্ঘায়িত করার আশায় একটি মধ্যবর্তী নির্বাচনের ডাক দিতে পারেন। আপাতত, বিরামহীন যুদ্ধে জিতছেন এক বেগম।
সংগ্রহ নয়া দিগন্ত অনলাইন
বিষয়: বিবিধ
৮৬১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহপাক সব ঠিক করে দিক।
মন্তব্য করতে লগইন করুন