শাহবাগে ফিরেছে আবার যৌন জাগরণ মঞ্চ!!!!

লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ১৬ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:৪৯:৪২ রাত

দুঃখিত শিরনামে একটু ভুল আছে যৌন জাগরণ না হবে গণজাগরণ। কি দরকার তোদের এত কষ্ট করার তোরা ভালো করে জানছ তোদের নিজেদের আদালতে ফাঁসির রায় দিবো। তোদের একটা কথা বলি শাহবাগে অবস্থান করে মানুষের ভোগান্তি করিছনা। তোদের আমলে কোন সঠিক বিচার হবে না এইটা নিশ্চিত। এই বার সব নতুন নতুন তেঁতুল সরবরাহ করবে মনে হয় তোদের দাদারা আর মধ্য রাত পর্যন্ত কেন থাকবি সারারাত থাক। এতে সাধারন মানুষের কোন সমস্যা নাই থাক নিজের মত করে আর খাইতে থাক সব তেঁতুল।

সঠিক বিচার হলে বিশিষ্ট আলেমে দ্বীন মোফাসসিরে কুরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেব মুক্তি পাবে, ইনশাআল্লাহ।

বিষয়: রাজনীতি

১১৫৮ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

265937
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩১
বাজলবী লিখেছেন :

সঠিক বিচার হলে বিশিষ্ট আলেমে দ্বীন মোফাসসিরে কুরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেব মুক্তি পাবে, ইন শা আল্লাহ।


265941
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫৩
ফেরারী মন লিখেছেন : আমার মনে হচ্ছে সাঈদীর ফাঁসি দিবে না। সুতরাং আবার শাহবাগ জাগবে।
১৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:২০
209712
মাজহারুল ইসলাম লিখেছেন : বাস্তবতা দেখে আমারও এইটা মনে হয় ফাঁসির রায় দিবেনা বাকিটা আল্লাহ ভালো জানে।
265943
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫৪
বুঝিনা লিখেছেন :
সঠিক বিচার হলে বিশিষ্ট আলেমে দ্বীন মোফাসসিরে কুরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেব মুক্তি পাবে, ইন শা আল্লাহ।
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫৫
209703
বাজলবী লিখেছেন : ইন শা অাল্লাহ
১৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:১৯
209711
মাজহারুল ইসলাম লিখেছেন : ইনশাআল্লাহ
265988
১৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:৫২
কাহাফ লিখেছেন : আল্লামা সাঈদীর মামলাটাই যেখানে সঠিক নয়,সেখানে সঠিক বিচারের আশা করা আত্মপ্রবন্চনা নয় কি......? জালিম থেকে ন্যায় প্রত্যাশা করা অবশ্যই বোকামী শুধু।
আল্লাহ উনাকে হেফাযত করুন.....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File