শাহবাগে ফিরেছে আবার যৌন জাগরণ মঞ্চ!!!!
লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ১৬ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:৪৯:৪২ রাত
দুঃখিত শিরনামে একটু ভুল আছে যৌন জাগরণ না হবে গণজাগরণ। কি দরকার তোদের এত কষ্ট করার তোরা ভালো করে জানছ তোদের নিজেদের আদালতে ফাঁসির রায় দিবো। তোদের একটা কথা বলি শাহবাগে অবস্থান করে মানুষের ভোগান্তি করিছনা। তোদের আমলে কোন সঠিক বিচার হবে না এইটা নিশ্চিত। এই বার সব নতুন নতুন তেঁতুল সরবরাহ করবে মনে হয় তোদের দাদারা আর মধ্য রাত পর্যন্ত কেন থাকবি সারারাত থাক। এতে সাধারন মানুষের কোন সমস্যা নাই থাক নিজের মত করে আর খাইতে থাক সব তেঁতুল।
সঠিক বিচার হলে বিশিষ্ট আলেমে দ্বীন মোফাসসিরে কুরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেব মুক্তি পাবে, ইনশাআল্লাহ।
বিষয়: রাজনীতি
১১৫৮ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সঠিক বিচার হলে বিশিষ্ট আলেমে দ্বীন মোফাসসিরে কুরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেব মুক্তি পাবে, ইন শা আল্লাহ।
সঠিক বিচার হলে বিশিষ্ট আলেমে দ্বীন মোফাসসিরে কুরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেব মুক্তি পাবে, ইন শা আল্লাহ।
আল্লাহ উনাকে হেফাযত করুন.....
মন্তব্য করতে লগইন করুন