আমাদের দেশে কি স্বর্ণের খনি আছে????
লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ১৫ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:৪৩:০৬ বিকাল
গত ৬ সেপ্টেম্বর আলোকিত বাংলাদেশের প্রথম পাতার আসছে সোনা যাচ্ছে কোথায় এই লেখা পড়ে একটু অবাক হয়ে গেলাম।
গত ১৫ মাসে ১৬ মণ সোনা আটক : ২০১৩ সালের জুলাই থেকে ২০১৪ সালের আগস্ট পর্যন্ত ১৪ মাসে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের হিসাবে আটক সোনার পরিমাণ সর্বমোট ৬০২ কেজি ৮৭৪ গ্রাম বা ১৫ মণ ২ কেজি ৮৭৪ গ্রাম। এর মূল্য ২৭৪ কোটি ২০ লাখ টাকা।
আজ কিছুক্ষণ আগে একটা অনলাইন নিউজে দেখলাম শাহলাজাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে ১১ কেজি ৭০০ গ্রাম ওজনের ১০০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক বিভাগ।
এই সব স্বর্ণের চোরাচালান আসছে দুবাই থেকে এছাড়া আসছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্যাংককসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। চোরাচালানের বেশিরভাগ সোনা পাচার হচ্ছে ভারতসহ অন্যান্য দেশে। আকাশপথে যে সোনা দেশে আসছে, তা আবার স্থলপথ হয়ে বেরিয়ে যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বন্দর, যশোরের বেনাপোল, আখাউড়া ও হিলি স্থলবন্দর দিয়ে সবচেয়ে বেশি সোনার চালান পাচার হচ্ছে বলে তথ্য রয়েছে। সোনা চোরাকারবারিরা বাংলাদেশকে পাচারের ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে।
এই সব চোরাচালান যখন ধরা হয় তখন আমাদের দেশের সকল মিডিয়া এই সব খবর প্রচার করে এবং কয়েক দিন পরে আর এই সব খবর প্রচার করে না। এই ভাবে যখন এই সব সংবাদ চাপা পড়ে যায় তখন সংশ্লিষ্ট সকলে মিলে এই সব স্বর্ণ নিজেরা হাতিয়ে নেয় আর এইভাবে দেশ হারাচ্ছে কোটি কোটি টাকা। কিন্তু এইসব দেখার কেউ নাই আছে শুধু কাগজে কলমে কয়েকটা নীতিমালা যা কারো জন্য ব্যবহার হয় আর কারো জন্য ব্যাবহার করা হয় না।
বিষয়: বিবিধ
১৩৫০ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর একটি পোষ্টের জন্য অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।
পিতার এইসব আলু মার্কা স্বপনের কারনে দেশের হাজার হাজার মানুষ না খেয়ে থাকে। জুতা মারি এই রকম পিতার কপালে।
মন্তব্য করতে লগইন করুন