নাম নিয়ে শেষ পর্যন্ত দেশের বাহিরেও রাজনীতি

লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ১৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:২৫:৫৩ রাত

জিয়া সড়কের উদ্বোধন আজ, আওয়ামী লীগের মামলা এই সংবাদটা পড়ে অবাক হলাম শালার এই দুই দলের কারনে দেশে একটু শান্তি মত থাকা যায় না। টিভি দেখতে গেলে কেউ জিয়া নিয়ে কেউ মজিব নিয়ে নাচানাচি করে থাকে। অনেক আগে থেকে কিছু কিছু দেশে বাংলাদেশীদের খারাপ জানে এর উপরে এই দুই দলের লোকেরা যা শুরু করছে বলার মত না। এদের জন্য সাধারন মানুষ দেশের বাহিরেও শান্তি পাবেনা মনে হয়। কবে জানি এই দুই দলের এই সব নেতা কর্মীদের থেকে মুক্তি পাবো আমরা সাধারন মানুষেরা তা আল্লাহ ভালো জানে।

বিষয়: রাজনীতি

৯৯৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

265159
১৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমার নামে কিন্তু ঢাকা তেই রাস্তা আছে!!!
কেউ মামলা করবেননা আবার।
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:০০
208869
মাজহারুল ইসলাম লিখেছেন : কেউ মামলা করবেনা, করলে আমি আছি আপনার সাথে ভাই।
265175
১৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৫২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : নামের রাজনীতি ছেড়ে কবে আমাদের রাজনীতিবিদরা কাজের রাজনীতি শুরু করবে??? কাজের রাজনীতি দেখার অপেক্ষায় রইলাম।
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:০৩
208870
মাজহারুল ইসলাম লিখেছেন : বর্তমান প্রজন্মের রাজনীতিবিদরা মারা গেলে হয়ত কাজের রাজনীতি দেখতে পাবো আমরা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File