নাম নিয়ে শেষ পর্যন্ত দেশের বাহিরেও রাজনীতি
লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ১৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:২৫:৫৩ রাত
জিয়া সড়কের উদ্বোধন আজ, আওয়ামী লীগের মামলা এই সংবাদটা পড়ে অবাক হলাম শালার এই দুই দলের কারনে দেশে একটু শান্তি মত থাকা যায় না। টিভি দেখতে গেলে কেউ জিয়া নিয়ে কেউ মজিব নিয়ে নাচানাচি করে থাকে। অনেক আগে থেকে কিছু কিছু দেশে বাংলাদেশীদের খারাপ জানে এর উপরে এই দুই দলের লোকেরা যা শুরু করছে বলার মত না। এদের জন্য সাধারন মানুষ দেশের বাহিরেও শান্তি পাবেনা মনে হয়। কবে জানি এই দুই দলের এই সব নেতা কর্মীদের থেকে মুক্তি পাবো আমরা সাধারন মানুষেরা তা আল্লাহ ভালো জানে।
বিষয়: রাজনীতি
৯৯৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কেউ মামলা করবেননা আবার।
মন্তব্য করতে লগইন করুন