বুয়েট ক্যাম্পাসে আবার সরকারে কালো থাবা পড়েছে
লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ১৩ সেপ্টেম্বর, ২০১৪, ১০:৩৯:৩৯ রাত
উপাচার্য হিসেবে অধ্যাপক এস এম নজরুল ইসলামের মেয়াদ শেষ হওয়ায় গত বৃহস্পতিবার ওই পদে স্থাপত্যবিদ্যা বিভাগের অধ্যাপক খালেদা একরামকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। জ্যেষ্ঠতার ভিত্তিতেই বুয়েটে উপাচার্য নিয়োগ করা হয়। কিন্তু অধ্যাপক খালেদা ইকরাম জ্যেষ্ঠতার ভিত্তিতে ২৬ নম্বরে রয়েছেন। বুয়েট শিক্ষকদের অভিযোগ, এই নিয়োগে জ্যেষ্ঠতার লঙ্ঘন হয়েছে।
নতুন উপাচার্য অধ্যাপক খালেদা একরামকে প্রত্যাখ্যান করে সিদ্ধান্ত বদলানোর জন্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানিয়েছেন বুয়েটের শিক্ষকরা। শনিবার শিক্ষক সমিতির সভায় এ অনুরোধ জানানো হয়। এ ব্যাপারে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জয়নাল আবেদিন জানান, এই সিদ্ধান্তে আমরা হতাশ ও ক্ষুব্ধ। সামনে ভর্তি পরীক্ষা থাকায় আমরা কোনো কর্মসূচিতে এখন যাচ্ছি না। আমরা আশা করব, আমাদের অনুরোধ বিবেচনা করা হবে। তা না হলে পরে শিক্ষকরা পুনরায় বৈঠক করে আন্দোলনের সিদ্ধান্ত নিবে।
এই ভাবে আবার বুয়েট ক্যাম্পাসকে অন্ধকারের মধ্যে নিয়ে যাবে সরকার। এই সরকার অতীতে এই দেশের ভালো চায় নাই এর ভবিষ্যতেও ভালো চাইবেনা।
বিষয়: রাজনীতি
১০৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন