দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে খোলা চিঠি

লিখেছেন লিখেছেন আসমা সিথী ১৭ জুন, ২০১৩, ০৮:০৫:১০ রাত

মাননীয় দেশনেত্রী,

দেশের এই ক্রান্তিকালে একজন রাজনীতিক হিসেবে আপনি ভাল নেই, ভাল নেই আমরা সাধারণ নাগরিকরাও। আওয়ামী-বাম সরকারের গণবিরোধী কার্যক্রমে জনজীবন যেমন নাভিশ্বাসে উঠেছে তেমনি চারদিকে শুধু হতাশার আঁধার।

এই হতাশার আঁধারে একটুখানি মোমবাতির আলো জ্বালিয়েছে যেন চারটি সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটাররা।

মাননীয় দেশনেত্রী,

চারটি সিটি কর্পোরেশনের নির্বাচনী ফলাফলে আওয়ামীলীগ যতোটা না আতঙ্কিত ও উদ্বিগ্ন তার চেয়েও বেশি চিন্তিত আপনি!

এই কারণে আপনি চিন্তিত যে, ভাবছেন হয়তো আওয়ামী লীগ ইচ্ছে করেই এই চারটি সিটি ছেড়ে দিয়েছে যাতে পুরনো ক্যাসেট আবারও বাজানো যায় যে, হাসিনা সরকারের অধীন নির্বাচন নিরপেক্ষ হয়! এখন তত্ত্বাবধায়ক আদায় করা যায় কিভাবে।

মাননীয দেশনেত্রী, কিছু পয়েন্টের আলোচনায় আসি!

ক’দিন আগেও দৈনিক প্রথম আলোসহ আওয়ামী-বাম ঘরানার পা চাটা কুত্তা মিডিয়াগুলো আপনাদের বুঝিয়েছে যে-

১। জামায়াতে ইসলামী-ছাত্রশিবিরকে সঙ্গে রাখায় আপনাদের জনপ্রিয়তা কমেছে।

২। হেফাজতে ইসলামীর ধর্মীয় ও সমাজ-সংস্কৃতির মূল্যবোধ সম্পন্ন দাবির প্রতি সমর্থন জানানোয় আপনাদের জনপ্রিয়তা কমেছে।

৩। তত্ত্বাবধায়কের দাবিতে হরতাল করায় আপনাদের জনপ্রিয়তা কমেছে।

চারটি সিটি নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখুন, আর মিডিয়ার বদমায়েশিগুলো বিশ্লেষণ করুন। আপনাদের অর্থাৎ ১৮ দলীয় জোটের জনপ্রিয়তা কি কমেছে?

মাননীয় দেশনেত্রী,

এরশাদের সঙ্গে আঁতাত করে শেখ হাসিনা যখন আঁতাতের রাজনীতি করেছিল তখন আপনিই এ দেশের মানুষকে সঙ্গে নিয়ে স্বৈরাচার পতন করেছিলেন।

এখন সে সময় এসেছে। দাম্ভিক ও গণহত্যাকারী হাসিনাকে ক্ষমতা থেকে চিরতরে সরিয়ে দেওয়ার।

১। বিতর্কিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল

২। তত্ত্বাবধায়কের দাবি মেনে নেওয়া

৩। হেফাজতে ইসলামীর সামাজিক মূল্যবোধ সম্পন্ন দাবি বাস্তবায়নসহ দেশ ও জনগণের স্বার্থ সংশ্লিষ্ট আপনার জোটের করা দাবির প্রতি জনগণের অকুণ্ঠ সমর্থন রয়েছে। তার প্রমাণ এই চার সিটির ফল।

মিডিয়া আওয়ামী-বাম প্রার্থীদের পরাজয়ের কারণ হিসেবে যা বলছে তা ‘জামায়াত-হেফাজত সঙ্গে থাকায় জনপ্রিয়তা কমেছে’ বলার মতোই।

দেশনেত্রী,

জনগণ চার সিটির ব্যালট বিপ্লবের মাধ্যমে আপনাকে সবুজ কার্ড দেখিয়েছে যে,

১। আপনি বিতর্কিত ট্রাইব্যুনাল বাতিলের দাবি জানিয়ে বিএনপি-জামায়াতের সকল নেতাকর্মীর মুক্তি দাবিতে আন্দোলন করুন।

২। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন সম্পন্ন করার দাবিতে আন্দোলন করুন।

৩। হেফাজতে ইসলামীর ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ সম্পন্ন দাবি বাস্তবায়নের দাবিতে আন্দোলন করুন।

৪। গণহত্যা বন্ধের দাবিতে আন্দোলন করুন।

জনগণ আপনার সঙ্গে আছে। সেটা ব্যালটে হোক, সেটা রাজপথে হোক।

প্রিয় দেশনেত্রী,

পা-চাটা মিডিয়ার বিভ্রান্তিতে আপনি অনেক বিভ্রান্তিকর সিদ্ধান্ত নিয়েছেন, জামায়াত ইসলামীর মতো অন্যতম শক্তিকে দূরে রাখতে চেয়েছেন, শাহবাগিদের নাচন-কুর্দনে সমর্থন দিয়ে ফেলেছিলেন, হেফাজতে ইসলামীকে দূরে ঠেলে দিতে চেয়েছেন। ভুলগুলো শুধরে জনগণের জন্য রাজনীতি করুন, দেশের জন্য রাজনীতি করুন।

তাহলে চার সিটি কেন, পুরো বাংলাদেশে ব্যালট বিপ্লব হবে। পীর হাবিবুরের কথায় বলতে হয়, ‘আওয়ামী-বাম সরকার প্রলয় দেখেছে, আপনি জনগণের রাজনীতি করলে আওয়ামী-বাম সরকার মহাপ্রলয়ের ধ্বংসযজ্ঞে নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ!’

আল্লাহ আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা দান করুন!

(আসমা সিথী)

বিষয়: রাজনীতি

১৫৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File