কথিত ফিক্সিংয়ের ওপর নজর ফেলে দেশবিরোধী অন্য কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করা হচ্ছে নাতো!

লিখেছেন লিখেছেন আসমা সিথী ০৩ জুন, ২০১৩, ০৭:৪৬:৩১ সন্ধ্যা

বাংলাদেশের মানুষ বরাবরই হাবাগোবা। সামনে দিয়ে পিঁপড়া গেলেও হইচই পড়ে যায়, আর পিছন দিয়ে যদি হাতিও লুটোপুটি খায় তাও দেখার প্রয়োজন মনে করে না। এজন্য অবশ্য কম পস্তাতে হয়, কখনো ব্রিটিশদের শোষণের কবলে, কখনো পাকিস্তানের শোষণের কবলে, কখনো এরশাদ আবার কখনো লেডি হিটলার হাসিনার শোষণের কবলে পড়তে হয়েছে হাবাগোবা নির্বোধ বাঙালিকে।

এখন মূল কথা হলো, কথিত ক্রিকেট ফিক্সিংয়ের দিকে দেশের মানুষের নজর সরিয়ে রেখে আবার দেশবিরোধী কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হচ্ছে না তো।

সবাই একটু খেয়াল করুনতো। কারণ, ক’দিন আগেই সাদা চামড়ার শ্যারমেন আন্টি এই ‘নো ফ্লাই জোন’ ঘুরে গিয়েছিলেন। সাম্রাজ্যবাদের এই দালালরা নিশ্চয় কোনো উদ্দেশ্য হাসিল ছাড়া দেশ ছেড়ে যায়নি।

সবাই একটু নজর দিনতো লেডি হিটলার ও তার চক্র আবার কোনো গোপন কূট চালছে না তো প্রিয় বাংলাদেশকে নিয়ে।

আমার সবসময় ভয় করে, বিশেষ করে হাসিনা যখন ক্ষমতায় থাকে...!

বিষয়: বিবিধ

১৫৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File