মাঠে নামছে ছাত্রদল-যুবদল, মামলার চোটে ঘরে না ঢুকলেই সরকার পতন হবে

লিখেছেন লিখেছেন আসমা সিথী ২৭ মে, ২০১৩, ০৮:১১:০১ রাত



শেষ পর্যন্ত রাজপথে নামছে চুড়ি-শাড়িয়তাবাদী দলের অঙ্গ সংগঠন ছাত্তরদল ও যুবকের দল।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আজ বেশ কয়েক জায়গায় চুড়ি-শাড়িয়তাবাদী দলের কর্মীদের মাঠে দেখে খানিকটা ভালো লেগেছে।

তবে আশঙ্কা উগরে উঠেছে এই কারণে যে, একটি মামলা ঠুকে দিলে এরা কিন্তু আবার গর্তে ঢুকে পড়বে।

এখন সেই আগের বুলিই আওড়াতে চাই! ছাত্রদল-যুবদলের এই আগ্রাসী ভাবকে কাজে লাগাতে তারেক যদি দেশে আসেন তবে হাসিনাবুর পতন কেউ ঠেকাতে পারবে না!

আর তারেক বাংলাদেশে চলে আসলে যতো মামলাই দিক ছাত্রদল-যুবদল ঘরে ফিরবে না।

সুতরাং ছাত্রদল+যুবদল+ছাত্রশিবির = হাসিনাবুর পতন ১০০%

বিষয়: বিবিধ

১৫৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File