তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা: যা করতে পারে বিএনপি

লিখেছেন লিখেছেন আসমা সিথী ২৬ মে, ২০১৩, ০৮:০১:৫৯ রাত



আমার জানা মতে, ১/১১ এর দুর্ঘটনার পর এই নিয়ে মাত্র তিনটি সভায় বক্তব্য দিলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তিনটি বক্তব্যের সারকথাই সংবাদ মাধ্যমে পড়েছি-জেনেছি।

কোনো বক্তব্যে সরাসরি সরকার হটাতে বা সরকারের কঠোর সমালোচনা করে বক্তব্য দেননি বাংলাদেশের এই ভবিষ্যৎ কাণ্ডারি। সাদা-মাটা সমালোচনাতেই আওয়ামী-বাম নেতাদের প্রেসার বেড়ে গেছে। দেশ থেকে পালানোর ছক আঁকা হয়ে গেছে এ সন্দেহও উড়িয়ে দিতে পারি না।

সে যাই হোক, ইদানীং তারেকের বক্তব্যের জের ধরে আওয়ামী-বাম নেতারা কেন এতো ক্ষেপে গেলেন, এতো গোস্বাই বা হলো কেন মতি-মাহফুজ গংদের প্রথম আলো-ডেইলি স্টার ও দালাল মিডিয়াগুলো?

কারণ, খুব স্পষ্ট। তারেক রহমানের সততা ও দেশপ্রেম এবং আওয়ামী-বামদের সীমাহীন দুর্নীতি এবং আদর্শচ্যুত বামদের সীমাহীন মিথ্যাচার।

একবার যেহেতু বক্তব্য দেওয়ার স্টেজে উঠেই গেছেন তারেক সেহেতু আর নামবেন না তিনি। এ দফায় আওয়ামী খুনী ফ্যাসিবাদের পতন ও বাম মিথ্যুকদের মুখোশ খুলবেনই তিনি।

তাই সরকার নিজেদের করণীয় নির্ধারণ করে ফেলেছে। করণীয় নির্ধারণ করে ফেলেছে সরকারের পাচাটা আওয়ামী-বাম মিডিয়াগুলোও। পাচাটা দুদককে দিয়ে নিরপেক্ষ (মামলা খেতে চাই না) আদালতের মাধ্যমে তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, এবং ইন্টারপোলের মাধ্যমে তারেককে দেশে ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে।

আর সৎ-নিষ্ঠাবান তারেককে দুর্নীতির বরপুত্র বানানোর মিথ্যাচার আরও কয়েকশ’গুণ বাড়িয়ে প্রচার করা শুরু করেছে আওয়ামী-বাম মিডিয়াগুলো। এর মধ্যে বিএনপির সুবিধাভোগী ফালু’র এনটিভি এবং খোকার বাংলাভিশনও রয়েছে।

পলাশীতে মুখে আঙ্গুল দিয়ে চুষে চুষে সিরাজউদ্দৌলার পতন দেখা বাঙালির সে অভ্যাস এখনও যায়নি। মিডিয়াগুলো তারেকের বিরুদ্ধে এমন মিথ্যাচার চালিয়ে যেতে থাকলে হতভাগা বাঙালি আগের মতোই ‍চুপ করে থাকবে। একটা সময় হয়তো তারেক গ্রেফতার হবেন, এবং ‘র’ এর ইচ্ছেমতো নিজের মহান পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো হত্যাকাণ্ডের শিকার হবেন। সেটা যে নির্বোধ মানুষের সঙ্গে সঙ্গে বিএনপির সাধারন কর্মীরাও দেখবে না তাও উড়িয়ে দেওয়া যায় না। তার প্রমাণ ১/১১ ই।

সে যাই হোক। দেশের আপাত পরিস্থিতি ও গত তিন-চার মাসে সরকারের অপকর্মের অঙ্ক হিসেব করে এবং সরকারের বাকী মেয়াদের কথা চিন্তা করে একটি কঠিন সিদ্ধান্ত নিতে পারে বিএনপি। এ ক্ষেত্রে মিডিয়াকে কোনোভাবেই ভয় করা যাবে না। মনে রাখতে হবে একাত্তরে মুক্তিযোদ্ধারা দালাল মিডিয়াকে ভয় করলে বাংলাদেশ স্বাধীন হতো না।

কঠিন সিদ্ধান্তটি হলো, দলের নির্দেশেই তারেক রহমানকে শিগগিরি দেশে ফিরিয়ে আনা। তারেক দেশে ফেরার সময় বলবেন, দেশও জনগণকে রক্ষায় দেশে ফিরছেন তিনি।

পাকিস্তানের পারভেজ মোশাররফ তালেবানের হুমকি উপেক্ষা করে দেশে ফিরতে পারলে সাহসী বীর তারেক রহমানও নিশ্চয় ভয় পাবেন না।

মিডিয়াকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারেক যদি সত্যিই দেশে ফিরেন তবে বাংলাদেশের রাজপথ নিশ্চিতভাবেই ছাত্রদল-যুবদলের শ্লোগানে কেঁপে উঠবে। এক্ষেত্রে জামায়াতের সঙ্গে আলোচনা করে শিবিরকেও মাঠে নামানো যেতে পারে।

তারেক রহমান দেশে ফিরলে তাকে যদি গ্রেফতার করা হয় তবে ছাত্রদল-যুবদল-শিবির জনতাকে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে। তাছাড়া তারেক শুধু দলীয় নেতা নন, তিনি একজন জননেতাও। তার জন্য সাধারণ মানুষও মাঠে নামবে।

তত্ত্বাবধায়কের দাবিসহ দেশ ও জনতার পক্ষে সব দাবি পূরণ করতে নতুন করে আন্দোলনের ডাক দিতে পারেন তারেক। তারেকের ডাকে সরকারের মসনদ এক মুহূর্তের জন্যও স্থায়ী থাকতে পারবে না।

আর বিএনপি যদি মনে করে তারেক দেশে ফিরলেই ‘র’ এর চক্রান্তে তাঁকে হত্যা করা হবে, তবে বিএনপিকে এটাও মনে রাখতে হবে- আওয়ামীলীগ এবার ক্ষমতায় থেকে যেতে পারলে চিরতরে বিএনপি ধ্বংস হয়ে যাবে এটা সবাই জানে। আর বিএনপি-জামায়াত ধ্বংস হয়ে গেলে এদেশটা আওয়ামী ভায়া ভারতীয় করদরাজ্য হবে এটা নিশ্চয় সবারই জানা।

বেপরোয়া হাসিনা যদি আরেকবার ক্ষমতায় থেকে যেতে পারেন, তবে সত্যি সত্যি তিনি হিটলার-মুসোলিনীর ভূমিকা নেবেন, কারণ হতভাগা এই দেশের নির্লজ্জ মিডিয়াগুলো তাকে সে ক্ষমতা দিয়ে আসছে।

এখন বিএনপি যদি মনে করে দেশরক্ষার চেয়ে তারেকের প্রাণরক্ষা বড়, বা তারেককে এখনই দেশে পাঠানোর দরকার নেই-পরিস্থিতি আরও অনুকূলে আসুক তবে বিএনপিকে এটাও বিবেচনায় রাখা উচিত হবে যে, মিডিয়াগুলো বসে থাকবে না। আর দেশি মিডিয়ার সঙ্গে মার্কিন মিত্র ভারতের সহযোগিতা পেলে তারেককে দেশে ফেরাতে আওয়ামীলীগের একটুও বেগ পেতে হবে না।

মানুষের সহ্যের সীমা এখন এক্কেবারে চরমের পৌঁছেছে। কেবল একটি ডাকের জন্যই যেন হাহাকার করছে গোটা দেশ, দেশের জনগণ।

দেশনায়ক তারেক রহমান দেশের কথা ভেবে, গণহত্যার শিকার দেশের হতভাগ্য মানুষের কথা ভেবে একটি কঠিন সিদ্ধান্ত নিতেই পারেন।

আর যদি এই সুযোগ হেলায় হারিয়ে ফেলেন তবে মনে রাখবেন দেশ ধ্বংসের পাশাপাশি বিএনপি ও জিয়া পরিবারের ধ্বংসও সন্নিকটে।

এ ব্যাপারে সুবিধাভোগীরা মাথা ঘামাবেন না বলেই জানি।

বিষয়: বিবিধ

১৭৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File