যুদ্ধাপরাধের বিচার ও সাম্রাজ্যবাদী ভণ্ডদের ‘ধরি মাছ না ছুঁই পানি’

লিখেছেন লিখেছেন আসমা সিথী ১৫ মে, ২০১৩, ০৫:১২:২১ বিকাল



যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া স্বচ্ছ হচ্ছে কিনা- এমন প্রশ্নে জবাব এড়িয়ে গিয়ে তিনি (মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিশেষ দূত স্টিফেন জে র‌্যাপ) বলেন, চারটি মামলার রায় হয়ে গেছে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। (আরটিএনএন)

সাম্রাজ্যবাদীরা এমনই। মানুষের সেন্টিমেন্ট না বুঝে একাত্তর সালে সপ্তম নৌবহর নিয়ে আসতে চেয়েছিল। বাংলাদেশিদের ঝাটা-ছেঁড়া স্যান্ডেল দেখে পালিয়ে রক্ষা পেয়েছিল।

বিএনপি ক্ষমতায় এলে এরা তখন বলবে আমরাতো বলেছিলাম স্বচ্ছ বিচার চাই। আরে শুয়োরের বাচ্চা এখনকার বিচার স্বচ্ছ হচ্ছে কিনা মানুষতো এটা জানতে চাই, তুই হাগস-না মুতস এটা কে জানতে চায় লাল চামড়ার দামড়া!

এখন যদি মানুষের জন্য কিছু করতে না পারস, তবে খেয়াল রাখিস ঠিক একাত্তরের মতোই ঝাটার বাড়ি দিয়া তগোরে বাংলাদেশ ছাড়া করুম!

বিষয়: রাজনীতি

১২৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File