মা দিবসের শুভেচ্ছা সবাইকে।

লিখেছেন লিখেছেন বিবরনো ১২ মে, ২০১৩, ০৪:০৩:১০ বিকাল

আজ প্রায় বছর সাতেক হলো মাকে দেখিনা !!আমার একরোখা জেদ আর অজশ্র অভিমান নিয়ে ঘরছাড়া ভবঘূরের বেসে এই আমি !! আমি বড় সার্থপর তাই চোখের সামনের অল্প কিছু ভালবাসা নাপাওয়ার অভিমানে,মায়ের ভালবাসার বিশাল ভূবনটাকেও দূরেঠেলে বেছেনিলাম প্রবাস জীবন চলেএলাম এই মরুর প্রানতরে !! যেখানে এমন কোন রাতকাটেনি,যেরাতের কোন এক প্রহরে আমার দুচোখ দু;ফোটা অশ্রু ঝরেনি!!আমার এই একরোখা জেদ আর চাঁপা অভিমান গুলো হয়ত কোন একদিন একপসলা বৃষ্টিহয়ে ঝরেযাবে মায়ের অজশ্র ভালবাসায়!!সেদিন হয়ত বেসিদুরে নয়, অথবা দুরে বহুদুরে!! মা’ দিবস ফিরিয়ে দিক আমাদের মায়ের স্নেহ, ভালবাসা ও প্রতিদিনকার সান্নিধ্য! মা দিবসের শুভেচ্ছা সবাইকে।

বিষয়: বিবিধ

১৫৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File