আর যারা বামপন্থী......

লিখেছেন লিখেছেন বান্দা ১৫ মার্চ, ২০১৬, ১০:৫৯:৫৭ রাত

মহান আল্লাহ বলেন,وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ 09

“এবং যারা বামদিকে, কতইনা হতভাগা তারা।”

সুরা আল-ওয়াক্বিয়া, আয়াত ৯।

কোরান থেকে বামপন্থীদের পরিচয় ও নির্ধারিত শাস্তির সংক্ষিপ্ত বর্ণনা

وَأَصْحَابُ الشِّمَالِ مَا أَصْحَابُ الشِّمَالِ 41

বামপার্শ্বস্থ লোক, কত না হতভাগা তারা।

فِي سَمُومٍ وَحَمِيمٍ 42

তারা থাকবে প্রখর বাষ্পে এবং উত্তপ্ত পানিতে,

وَظِلٍّ مِّن يَحْمُومٍ 43

এবং ধুম্রকুঞ্জের ছায়ায়।

لَّا بَارِدٍ وَلَا كَرِيمٍ 44

যা শীতল নয় এবং আরামদায়কও নয়।

إِنَّهُمْ كَانُوا قَبْلَ ذَلِكَ مُتْرَفِينَ 45

তারা ইতিপূর্বে স্বাচ্ছন্দ্যশীল ছিল।

وَكَانُوا يُصِرُّونَ عَلَى الْحِنثِ الْعَظِيمِ 46

তারা সদাসর্বদা ঘোরতর পাপকর্মে ডুবে থাকত।

وَكَانُوا يَقُولُونَ أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَئِنَّا لَمَبْعُوثُونَ 47

তারা বলতঃ আমরা যখন মরে অস্থি ও মৃত্তিকায় পরিণত হয়ে যাব, তখনও কি পুনরুত্থিত হব?

أَوَ آبَاؤُنَا الْأَوَّلُونَ 48

এবং আমাদের পূর্বপুরুষগণও!

قُلْ إِنَّ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ 49

বলুনঃ পূর্ববর্তী ও পরবর্তীগণ,

لَمَجْمُوعُونَ إِلَى مِيقَاتِ يَوْمٍ مَّعْلُومٍ 50

সবাই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে।

ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا الضَّالُّونَ الْمُكَذِّبُونَ 51

অতঃপর হে পথভ্রষ্ট, মিথ্যারোপকারীগণ।

لَآكِلُونَ مِن شَجَرٍ مِّن زَقُّومٍ 52

তোমরা অবশ্যই ভক্ষণ করবে যাক্কুম বৃক্ষ থেকে,

فَمَالِؤُونَ مِنْهَا الْبُطُونَ 53

অতঃপর তা দ্বারা উদর পূর্ণ করবে,

فَشَارِبُونَ عَلَيْهِ مِنَ الْحَمِيمِ 54

অতঃপর তার উপর পান করবে উত্তপ্ত পানি।

فَشَارِبُونَ شُرْبَ الْهِيمِ 55

পান করবে পিপাসিত উটের ন্যায়।

هَذَا نُزُلُهُمْ يَوْمَ الدِّينِ 56

কেয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন।-

সুরা আল-ওয়াক্বিয়া, আয়াত ৪২-৫৬।

বিষয়: বিবিধ

১২০৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362596
১৬ মার্চ ২০১৬ রাত ০২:১৪
শেখের পোলা লিখেছেন : সেদিনের বামপন্থি আর আজকের দুনিয়ার বামপন্থি এক নয় ভাই৷ ধন্যবাদ৷
১৬ মার্চ ২০১৬ দুপুর ১২:২০
300527
বান্দা লিখেছেন : পরিনতি একই...তাই বলেছি
362636
১৬ মার্চ ২০১৬ দুপুর ০৩:০৬
কুয়েত থেকে লিখেছেন : যারা বামপন্থি কতইনা হতভাগা তারা ভালো লাগলো লেখাটি ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File